# নিজস্ব প্রতিবেদক :-
গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ছিল। কিন্তু দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের হাতাহাতি ও উত্তেজনার মধ্যে নেতারা তড়িঘড়ি সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করে কমিটি গঠন না করেই মঞ্চ ছেড়ে যান। নেতারা বলেন, এরকম পরিস্থিতিতে আলোচনা পর্ব শেষে কাউন্সিল বাতিল করা হলো। দলের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করে পরবর্তীতে কমিটির ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার ঈদগাহ মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বক্তৃতা করেন। সবাই সংক্ষিপ্ত বক্তৃতা করেন। সম্মেলনে উত্তেজনাকর পরিস্থিতির কারণে এর বাইরে জেলা ও স্থানীয় আর কাউকে বক্তৃতা দিতে দেওয়া হয়নি। বক্তৃতায় নেতারা বলছিলেন, বিএনপির কোন ছোটখাট ভুলভ্রান্তি হলেও সেগুলি মিডিয়ায় প্রচার হয়। তখন অনেকেই বিএনপি সম্পর্কে এক ধরনের অপপ্রচারে লিপ্ত হয়। এ দিকটি সবাইকে মাথায় রেখে নিজেদের নিবৃত্ত করার আহবান জানান নেতারা।
সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন বর্তমান কমিটির আহবায়ক জহিরুল ইসলাম মবিন ও যুগ্ম-আহবায়ক আবুল হাশেম সবুজ। সবুজের অভিযোগ, আহবায়ক মবিন তাঁর পছন্দের লোকদের কাউন্সিলর বানিয়েছেন। যে কারণে সম্মেলনে ভোট হলে তারা মেনে নেবেন না। সাদা গেঞ্জি ও ব্যাজ পরা কাউন্সিলরদের সারিবদ্ধভাবে আলাদা করে বসানো হয়। কিন্তু আবুল হাশেম সবুজের সমর্থকদের আলাদা কোন নির্দিষ্ট পোশাক ছিল না। সম্মেলন অনুষ্ঠানের শুরু থেকেই জহিরুল ইসলাম মবিনের সমর্থকরা কিছুক্ষণ পর পর শ্লোগান দিতে থাকেন, ‘সম্মেলনে ভোট চাই, ভোট চাই ভোট চাই’। আর মবিনের প্রতিদ্বন্দ্বী আবুল হাশেম সবুজের সমর্থকরা পাল্টা শ্লোগান দিতে থাকেন, ‘সম্মেলনে ভোট হলে, কাউন্সিল মানি না’। ফলে কিছুক্ষণ পর পরই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কয়েকজন প্রতিপক্ষের দিকে চেয়ার ছোঁড়ার জন্যও উদ্ধত হন। মঞ্চেও একাধিকবার হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এমনকি জাতীয় সঙ্গীত চলার সময়ও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। তবে জেলার নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
প্রধান অতিথি শরীফুল আলম তাঁর বক্তৃতায় ১৭ বছরের অত্যাচার নির্যাতন, হামলা, মামলা, গুম-খুনের বর্ণনা দিয়ে সবাইকে বর্তমান বাস্তবতায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সম্মেলন সম্পর্কে তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকে (মঙ্গলবার) কাউন্সিল বা কমিটি ঘোষণা করা হবে না। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পরই সকল নেতা মঞ্চ থেকে তড়িঘড়ি নেমে চলে যান। নেতারা চলে যাবার সাথে সাথে আবুল হাশেম সবুজের সমর্থকরাও মিছিল করতে করতে চলে যান।
কিন্তু তখনও উপজেলা কমিটির আহবায়ক সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম মবিন তাঁর অনুসারীদের নিয়ে মঞ্চে অবস্থান করে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বার বার বলছিলেন, ‘আমি সভাপতি হিসেবে কাউন্সিল বাতিল ঘোষণা করিনি। কাজেই নতুন কমিটি না হওয়া পর্যন্ত আমিই আহবায়ক থাকবো।’ এসময় তাঁর সমর্থকরাও হাততালি দিয়ে সমর্থন ব্যক্ত করেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, সম্মেলনে যেহেতু কমিটি করা হয়নি, ফলে আগের কমিটিই বহাল থাকবে। কমিটি বাতিল করা হয়নি। তবে দুই পক্ষের উত্তেজনার কারণে পরবর্তীতে উভয় পক্ষের সাথে কথা বলে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।