# আফসার হোসেন তূর্জা :-
ভৈরব উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম’কে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। ১৮ আগস্ট সোমবার রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিজস্ব কার্যালয়ে তারা নবনির্বাচিত নেতাদের হাতে ফুল দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাদের এ শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নির্বাহী সদস্য ও শ্রীনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাকিব আহমেদ দুলাল, ১নং ওয়ার্ড সভাপতি মো. সাদু মিয়া, সাধারণ সম্পাদক মজনু মিয়া, ২নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মেরাজ মেম্বার, ৩নং ওয়ার্ড সভাপতি নুরু মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি মো. মজনু মিয়া, ৫নং ওয়ার্ড সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাকিম মিয়া, ৭নং ওয়ার্ড সাধারণ মো. জহির মিয়া, ইউনিয়ন যুগ্ম-সম্পাদক রাশিদ মিয়া, ইউনিয়ন ধর্ম বিষয়ক সম্পাদক শফিউল্লাহ রতন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রুবেল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সদস্য ফারুক মিয়া, মাহাবুর রহমান বাক্কি, মো. মাছুম মিয়া ও উপদেষ্টা আবুল কালামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য সদস্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের দল। আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা মো. শরীফুল আলম তার একটা ইচ্ছা তিনি ভৈরব’কে মডেল টাউন হিসেবে সারা বাংলাদেশে পরিচিত করিয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি তাঁর যে দক্ষতা চিন্তাধারা ও ইচ্ছা তিনি এটা করতে পারবেন। আর এটা হবে ভৈরবের জন্য ইতিহাস আর আমরা হবো সে ইতিহাসের স্বাক্ষী। এছাড়া তিনি ভৈরবের সাধারণ মানুষকে যেন সেবা করতে পারেন এর জন্য সবার কাছে দোয়া চান।