# মোহাম্মদ খলিলুর রহমান :-
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন।
জুলাই মাসের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত ও পুরস্কৃত করা হয়। ১৮ জুলাই সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী শ্রেষ্ঠ ওসি হিসেবে বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেনের নাম ঘোষণা করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার তার হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।