# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট শনিবার বিকেলে কটিয়াদী বাসস্ট্যান্ড উত্তরা ব্যাংকের ২য় তলায় অনুষ্ঠিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা জজ কোর্টে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল।
উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু ও সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী মনিটরিং কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুবিনুল করিম, জেলা কৃষকদলের সদস্য সচিব উবায়েদ উল্লাহ, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বাবু জীবন চন্দ্র দাস, কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু জহর লাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, কটিয়াদী উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইলিয়াস আলী প্রমুখ।
উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি সহ-সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা যুবদলের সদস্য সচিব, রফিকুল ইসলাম সেতু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাছিব, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. কামরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক লক্ষর, পৌর ছাত্রদলের আহবায়ক দিদারুল ইসলাম, সদস্য সচিব নূরুল হক নাছিম, উপজেলা মৎসজীবিদলের আহ্বায়ক বাদল প্রধান, তাঁতীদলের আহ্বায়ক আব্দুর রাশিদ মাস্টার, জাসাস এর আহ্বায়ক আব্দুর রউফ খোকন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. ফরহাদ উদ্দিন মাস্টার, পৌর কৃষকদলের আহবায়ক ইসমাঈল হোসেন নিবস্যা, পৌর শ্রমিক দলের আহবায়ক মো. আল-আমিনসহ কটিয়াদী উপজেলার বিভিন্ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির অ্যাডভোকেট জালাল উদ্দিন বক্তব্যে বলেন, আমরা বিগত ১৭ বৎসর ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামকে সফল করেছি। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করবো। এ সময় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলনেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। গত ২৪ এর আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মীর প্রাণহানী হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, দলের ত্যাগী নেতাদেরকে সবার আগে সদস্য নবায়ন করবেন।