# নিজস্ব প্রতিবেদক :-
নদী থেকে বালু উত্তোলনের বিরোধে নিকলী উপজেলায় বিএনপি ও যুবদল নেতার লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও নিকলী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল রানার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সোহেল রানার বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে সাধু ১১ আগস্ট সোমবার সোহেলের ওপর আক্রমণ করেন। এর জেরে ১২ আগস্ট মঙ্গলবার দুপুরের আগে সোহেল ও গিয়াস উদ্দিনের লোকদের মধ্যে উপজেলা সদরে ঘন্টাব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কথা বলার জন্য গিয়াস উদ্দিন ও সোহেলের মোবাইলে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার জানান, বালু উত্তোলন নিয়ে বিরোধ ও সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন সংঘর্ষের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, যৌথ বাহিনীর হস্তক্ষেপে সংঘর্ষ থামানো হয়েছে। তবে লক্ষ্মীপুরের এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোন মামলা হয়নি, কেউ আটকও হয়নি।