# সারোয়ার হোসেন শাহিন :-
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও স্বল্পসুদে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে প্রযুক্তি-সচেতন ও দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই। এজন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়াতে হবে।
আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র ও ঋণের চেক তুলে দেন অতিথিরা।