# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমন (৩৫) মাছ লুট করে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। তিনি ১০ আগস্ট রোববার গাড়িসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার ২০ ড্রাম মাছ লুট করে প্রথমে কটিয়াদী থানার পুলিশের হাতে আটক হন। এরপর তাকে বাজিতপুর থানায় সোপর্দ করলে মাছের মালিক হাজী তাহের উদ্দিন বাদী হয়ে বাজিতপুর থানায় সুমনসহ দু’জনের নামে মামলা করেন। ১১ আগস্ট সোমবার সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন। মফিজুর রহমান সুমন বিএনপি করলেও কোন পদে ছিলেন না বলে জানিয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির। ফলে তার বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থারও সুযোগ নেই বলে তিনি জানিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বাজিতপুরের দীঘিরপাড় ইউনিয়নের শোভারামপুর গ্রামের মৎস্য খামারি হাজী তাহের উদ্দিন রোববার সকালে তাঁর খামারের পাঙ্গাশ মাছ তুলে ২০ ড্রাম মাছ টমটমে করে বিক্রির জন্য কটিয়াদী উপজেলার চরিয়াকোণা এলাকার স্বনির্ভর বাজারের আড়তে নিচ্ছিলেন। কিন্তু বাজিতপুর বাজার সংলগ্ন সেতুর কাছে মফিজুর রহমান সুমন ও তার কয়েক সহযোগী টমটম আটকে তাহের উদ্দিনকে জোরপূর্বক নামিয়ে দিয়ে মাছ নিয়ে কটিয়াদীর ওই স্বনির্ভর বাজারে চলে যান। তাহের উদ্দিন পিছু পিছু গিয়ে তাদেরকে স্বনির্ভর বাজারে দেখতে পেয়ে কটিয়াদী থানায় খবর দিলে এসআই মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে সুমনকে আটক করে। তবে সুমনের সহযোগীরা কিছু মাছের ড্রামসহ টমটম নিয়ে পালিয়ে যায়।
কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমন বাজিতপুর থানার বাসিন্দা হবার কারণে তাকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে স্বনির্ভর বাজারে বিক্রি করা মাছের টাকা থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করে তাহের উদ্দিনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মৎস্য খামারি তাহের উদ্দিন জানান, তাঁর বয়স ৮০ বছর। তাঁকে হাত ধরে টেনে ‘শালার বেটা নাম’ বলে গাড়ি থেকে নামিয়ে দিয়ে মাছের গাড়ি নিয়ে সুমনরা চলে যান। তিনি জানান, ৫ একর আয়তনের দু’টি পুকুরে তিনি মাছ চাষ করেন। পাঙ্গাশ মাছ ৪ হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি করেন। ২০টি ড্রামে অন্তত ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৭৫ মণ মাছ ছিল বলে তিনি জানিয়েছেন। তবে স্বনির্ভর বাজারে ১২ ড্রাম মাছ বিক্রির টাকা থেকে পুলিশ ৬০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে। বাকি ৮ ড্রাম মাছ দুর্বৃত্তরা বাজিতপুরের সরারচর বাজারে বিক্রি করেছে। এসব টাকা উদ্ধার হয়নি।
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, মাছের মালিক তাহের উদ্দিন বাদী হয়ে মফিজুর রহমান সুমনসহ দু’জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে সুমন আটক হলেও অপর আসামি পলাতক থাকায় ওসি তার নাম বলতে অপরাগতা প্রকাশ করেন।
এদিকে আদালত পরিদর্শক সামছুল আলম সিদ্দিকী জানান, সমুনকে সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুব্রত সাহার আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।