# নিজস্ব প্রতিবেদক :-
সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন ১০ আগস্ট রোববার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, পাগলা মসজিদ নিয়ে সারা দেশের মানুষের একটা আগ্রহ ও শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। এখানে বিপুল পরিমাণ অর্থ জমা হয়। মসজিদের নিজস্ব সাড়ে ৫ একর জায়গা আছে। আরও জায়গা কেনা হবে। একটি ১০তলা মাল্টিপারপাস কমপ্লেক্স হবে। এখানে এতিমখানা, আইটি সেকশন, ক্যাফেটারিয়া, লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে। এর জন্য ৫০ থেকে ৬০ কোটি টাকা খরচ হবে। মাল্টিপারপাস কমপেক্সের জন্য ১২টি প্রতিষ্ঠান ডিজাইন জমা দিয়েছিল। এর মধ্যে থেকে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি টিম একটি ডিজাইন নির্বাচন করেছে। আমি আশা করি, আগামী নির্বাচনের আগে আমি নিজে এসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো। এখন মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসায় ১৪৫ জন ছাত্র ও ৮ জন শিক্ষক আছেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে এই মসজিদের ১২ সদেস্যের কমিটি আছে। এরা সরকারি কর্মকর্তা। ফলে সব কাজ দেখা সম্ভব হয় না। এর বাইরে আলেম ওলামা দিয়ে একটি সাব-কমিটি করা হবে। প্রতিদিন যে গরু-ছাগল দান হিসেবে আসে, সেগুলি বিকাল বেলায় নিলামে বিক্রির দায়িত্ব পালন করবে সাব-কমিটি, যেন কোন সিন্ডিকেট এগুলি নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। কিশোরগঞ্জের ১৩টি ব্যাংকে পাগলা মসজিদের নামে ৯০ কোটি ৬৪ লক্ষ টাকা এফডিআর করা আছে বলেও উপদেষ্টা জানান। এখান থেকে যে লভ্যাংশ আসে, তা মসজিদের কাজে ব্যবহার করার সুযোগ নেই। লভ্যাংশ থেকে অসহায় জটিল রোগীদের জন্য অনুদান দেওয়া হয়। এ বছর কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনাসহ বিভিন্ন জেলার ক্যান্সার, হৃদরোগী ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের ৮০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। আগামীতে যেসব গরিব ছাত্র জামাকাপড়, বইপত্র কিনতে পারবে না, তাদেরকেও সহায়তা করা হবে। দেশের বিভিন্ন জায়গায় যেসব মাজার ও মসজিদে ভাল আর্থিক অনুদান জমা হয়, সেখানেও অসহায় মানুষদের অনুদানের ব্যবস্থা করতে হবে।
উপদেষ্টা দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা প্রসঙ্গে বলেন, এসব বিষয়ে আইন শৃংখলা বাহিনীর কাছে রিপোর্ট আছে। এ বিষয়ে প্রতি মাসে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাও হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু মামলা হয়েছে। দায়ীদের অনেকেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর জন্য সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা বসাতে হবে। এলাকাবাসীকে পাহাড়া দিতে হবে। কেউ এরকম হামলা করলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
ধর্ম উপদেষ্টা শনিবার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জ পৌঁছান। সার্কিট হাউজে রাত্রি যাপন করে রোববার সকালে প্রথম সদর উপজেলার মোল্লাপাড়া এলাকায় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপরই তিনি যান পাগলা মসজিদে। পাগলা মসজিদ থেকে তিনি বেলা ১২টার দিকে যান শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসায়। সেখানে তিনি মাদ্রাসার মহা-পরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদের সভাপতিত্বে ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনায় অংশ নেন। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক আলেম-ওলামা, শিক্ষক ও মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসব কর্মসূচীতে পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।