# নিজস্ব প্রতিবেদক :-
বন্ধুদের নিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন বগুড়ার অনার্স পড়ুয়া ছাত্র বনান্ত ইসলাম (২২)। মসজিদের সামনে দাঁিড়য়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্টও করেছিলেন। এরপর হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নিকলীর হাওরে ডুবে জীবনের ইতি টানলেন বনান্ত ইসলাম। তিনি বগুড়া সদরের কান্দারবাজার এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার সৈয়দ আহমেদ কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। স্বজনরা প্রশাসনের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই ১০ আগস্ট রোববার লাশ নিয়ে গেছেন বলে জানিয়েছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন।
ওসি জানান, বনান্ত ইসলাম বগুড়া থেকে ৮ বন্ধুসহ ৯ আগস্ট শনিবার সকালে কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদ পরিদর্শনে আসেন। মসজিদের সামনে দাঁড়ানো ছবিও ফেসবুকে পোস্ট করেন। এরপর দুপুরের দিকে নিকলীর হাওর দেখতে আসেন। তারা নিকলীর বেড়িবাঁধ থেকে নৌকা ভাড়া নিয়ে দ্বীপ গ্রাম ছাতিরচরে যান। সেখানে করস বাগানের কাছে হাওরের পানিতে গোসল করতে নামলে এক পর্যায়ে বনান্ত ইসলাম তলিয়ে যান। এলাকার নৌকার মাঝি এবং জেলেরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা খবর পেয়ে এসে লাশ নিয়ে গেছেন বলে ওসি কাজী আরিফ উদ্দিন জানিয়েছেন।