# নিজস্ব প্রতিবেদক :-
চলন্ত মোটর সাইকেলের ছিটানো কাদা লেগেছিল গায়ে। এই নিয়েই তুলকালাম কাণ্ড। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ি সংঘর্ষে আহত হয়ে ৩০ জন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের গৌরারগোপ গ্রামে। তবে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মুর্শেদ ও এলাকাবাসী জানান, কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামের কিশোর তাজুল ইসলাম ১০ আগস্ট রোববার বিকালে এলাকার গাবতলি বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন প্রতিবেশি মাসুদ মিয়া। তাজুল ইসলামের গায়ে চলন্ত মোটর কাইকেলের কাদার ছিটা পড়লে দু’জনে তর্কাতর্কির এক পর্যায়ে তাজুলকে মাসুদ মিয়া মারধর করেন। ঘটনা এলাকাবাসী জানার পর ১১ আগস্ট সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় উভয় পক্ষই আর মারামারি করবে না মর্মে থানায় লিখিত দিয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুব মুর্শেদ। ফলে সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই মামলা করেনি, কেউ আটকও হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।