# দিলোয়ার হোসাইন :-
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে করিমগঞ্জ মফস্বল সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৪টায় করিমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের সামনে সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
করিমগঞ্জ মফস্বল সাংবাদিক সংস্থার সভাপতি শেখ আবুল মনসুর লনুর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল আউয়াল মুন্না, সাংবাদিক সাদেক আহমেদ স্বপন, সাংবাদিক দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, সাংবাদিক ফেরদৌস, কবি মাসুম, জাকারিয়া প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ঠিক রাখতে হবে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা দাখিলকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। সাগর রুনীসহ সকল মামলা গুলোর বিষয় আরও আন্তরিক হতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নকারী করতে হবে।