# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
সাংবাদিকের উপর হামলার ঘটনার ১৪ দিন পর অভিযুক্ত আসামি মাদককারবারি শাহীন মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ১০ আগস্ট রোববার রাতে পৌর শহরের চণ্ডিবের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি। অভিযুক্ত শাহীন ভৈরবপুর মধ্যপাড়ার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান তাঁর নিজ ফেসবুক আইডিতে চিহ্নিত মাদক কারবারি শাহীনের হাতে ইয়াবার প্যাকেট থাকা ছবি ফেসবুকে পোস্ট করে। এর জেরে ২৮ জুলাই সাংবাদিকের বাসায় গিয়ে হুমকি দেন ও পরদিন ২৯ জুলাই ধারালো ছুরি দিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সোহেলুর রহমান অভিযুক্ত মাদক কারবারি শাহীনের নাম উল্লেখ্য করে মাদক কারবারি সিন্ডিকেটের বিরুদ্ধে ২৯ জুলাই মঙ্গলবার দুপুরে ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন।
এছাড়াও অভিযোগের অনুলিপি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার, ভৈরব সেনা ক্যাম্প, উপজেলা নির্বাহী অফিসার, এএসপি ভৈরব সার্কেল, ভৈরব র্যাব ক্যাম্প ও ভৈরব প্রেসক্লাবে দেন। সাংবাদিক সোহেলুর রহমানকে হামলা করার সিসি ক্যামেরার একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুকে ভাইরাল হওয়া ফুটেজ দেখে নেটিজেনরা অভিযুক্ত মাদক কারবারি শাহীনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব ভুক্তভোগী সাংবাদিক সোহেলুর রহমান জানান, শাহীন একজন চিহ্নিত মাদক কারবারি। সে ইয়াবা নিয়ে ধরা খেয়ে কয়েক মাস জেল খাটেন। জেল থেকে এসে সে আবারও মাদক কারবার শুরু করেন। ঘটনার কয়েকদিন আগে শাহীন ১২ বছরের এক ছেলের কাছে ইয়াবা বিক্রি করতে দেখি। পরদিন সকালে হ্যান্ডকাফ পুরোহিত শাহীনের একটি ছবি ফেসবুকে পোস্ট করি। এরই সূত্রধরে ২৮ জুলাই সোমবার আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে আমার বাসায় এসে মেরে ফেলার হুমকি দেয় এবং পরদিন মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রেসক্লাবে যাওয়ার সময় বাড়ির সামনে রিকশায় উঠার পর মাদক কারবারি শাহীন ধারালো ছুরি নিয়ে মেরে ফেলার জন্য হামলা চালায়। এসময় এলাকাবাসী এগিয়ে এলে মাদককারবারি শাহীন পালিয়ে যায়। এঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ করেছি এবং সেনাবাহিনী, র্যাব ও প্রশাসনকে অবগত করেছি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন মিয়া আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত শাহীনকে শহরের চণ্ডিবের এলাকা থেকে গ্রেপ্তার করি। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ১১ আগস্ট সোমবার সকালে আসামি শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।