# খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শুক্রবার বিকেলে বাজিতপুর শহীদ চত্বরে মুক্ত সাংবাদিক মঞ্চের ব্যানারে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, কালের কণ্ঠ এর স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান, সাবেক সভাপতি শেখ জসিম, সহ-সভাপতি ও আমার কাগজ পত্রিকার মফস্বল সম্পাদক মো. ফারুক মিয়া, মানবজমিন বাজিতপুর প্রতিনিধি ও সহ-সভাপতি হোসেন মাহবুব কামাল, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ মানিক, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মো. লিয়াকত আলী নান্টু, অর্থ সম্পাদক আব্দুল সলিম, প্রতিদিনের কাগজ বাজিতপুর প্রতিনিধি ইফরানুল হক সেতু, আমার দেশ প্রতিনিধি শিল্পী বণিক, দপ্তর সম্পাদক রাজ্জাকুন্নাহা সুমি এবং আমার সংবাদ প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খসরু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হুমকির ঘটনা বেড়েই চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক বিচার হয় না। তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি খলিলুর রহমান বলেন, প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে খুন হন। এ সময় শত শত মানুষ দাঁড়িয়ে দেখলেও কেউ বাধা দেয়নি, বরং অনেকে মোবাইলে ভিডিও করেছেন। এভাবে চলতে থাকলে একদিন প্রকৃত সাংবাদিক খুঁজে পাওয়া দুষ্কর হবে। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আরও বলেন, ন্যায়বিচার না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সংহতি জানান।