# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের বদলি জনিত বিদায় সংবধর্না অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভাকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদায়ী করিমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, নিয়ামতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনিরা সুলতানা রোজী, গুণধর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রিয়ব্রত দেবনাথ, করিমগঞ্জ পৌর ভূমি সহকারী কর্মকর্তা বিমল চক্রবর্তী, করিমগঞ্জ পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইদ্রিস মিয়া, সুতারপাড়া ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা নায়ার সুলতানা প্রমুখ।