# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ইসলামী ছাত্র শিবির এবার এসএসসি, দাখিল ও সমামান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার বিদেশে বিলিয়ন বিলয়ন ডলার পাচার করেছে। এর স্বেতপত্র প্রকাশিত হয়েছে। এর আগেও একটি সরকার ছিল। তারাও বিদেশে টাকা পাচার করেছে। এরও স্বেতপত্র আছে। আগামী দিনে ক্ষমতায় এসেও টাকা পাচার করবে। সমন্বয়ক পরিচয়েও কেউ কেউ চাঁদাবাজি করছেন। এমনকি ধর্ষণের অভিযোগও উঠেছে।
৭ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে সংগঠনের জেলা শাখার সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমির অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা শিবিরের সাধারণ সম্পাদক ফকির মাহবুবুল আলম, অভিভাবক গোলাম মোস্তফা, শিক্ষার্থী শারমিন, ফারজানা, আনোয়ার মাহবুব প্রমুখ বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন ১৯ লাখ ২৮ হাজার। পরীক্ষা দিয়েছেন ১৯ লাখ। নানা কারণে ২৮ হাজার শিক্ষার্থী ঝরে গেছেন। যারা পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে আবার পাস করেছেন ৬৮ ভাগ। ৩২ ভাগ অকৃতকার্য হয়েছেন। তিনি বলেন, দেশে মোট চার কোটি ৪০ লাখ শিক্ষার্থী আছেন। অথচ শিক্ষা সংস্কারে কোন কমিশন হয় না। আবার উচ্চ শিক্ষা সম্পন্ন করে অনেকেই বিদেশে চলে যান। নাসা, গুগলসহ নানা প্রতিষ্ঠানে চাকরি করেন। দেশের জন্য কোন অবদান রাখেন না। অথচ তাদের পেছনে জনগণের প্রচুর ট্যাক্সের টাকা খরচ হয়েছে। তারা দেশ নিয়ে গর্ববোধ করেন না, দেশকে ভাল বাসেন না।
তিনি সকল সরকারের সমালোচনা করে বলেন, মৌলভীবাজারের কুলাউড়ায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। অথচ ৪০ বছরেও ইউরেনিয়াম চুল্লি নির্মাণ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের বন্দোবস্ত করা যায়নি। আমাদের দেশে পর্যাপ্ত কয়লা আছে। তা দিয়ে জ্বালানি চাহিদা পূরণ করা যেত। কিন্তু কয়লা পরিশোধনের প্রযুক্তি স্থাপন করা হয়নি। তিনি বলেন, মাথাপিছু গড় আয়ের মিথ্যা হিসাব দেওয়া হয়। একজনের মাসিক আয় কোটি টাকা, অন্যজনের ২০ হাজার টাকা। দু’জনের আয়কে গড় করে মাথাপিছু আয় দেখানো হয়। অথচ দেশের ৮০ ভাগ সম্পদ শতকরা ৫ জনের হাতে।
তিনি শিক্ষার্থীদের ভাল রেজাল্টের পাশাপাশি সৎ, দক্ষ ও ভাল মানুষ হবার আহবান জানিয়েছেন। জীবনটা যেন বিপথে পরিচালিত হয়ে নষ্ট হয়ে না যায়, সেদিকে সচেতন থাকারও আহবান জানিয়েছেন। তিনি ইসলাম ধর্মসহ যার যার ধর্মীয় মূল্যবোধ ধারণ করার জন্যও আহবান জানিয়েছেন। আজকে নারীদের পণ্যে পরিণত করার সমালোচনা করে বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। অথচ নারী ছাড়া কোন বিজ্ঞাপন দেখা যায় না।
অনুষ্ঠানে ধুমকেতু শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। সংবর্ধিত শিক্ষার্থীদের একটি করে ক্রেস্ট ও প্রশংসা পত্র প্রদান করা হয়।