# নিজস্ব প্রতিবেদক :-
শ্রমিক নেতার লাশ দেখতে গিয়ে গ্রেপ্তার হলেন এক শ্রমিক লীগ নেতা। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. শাহজাহান লস্কর (৭২) বুধবার সন্ধ্যায় হাসপাতালে মারা গেছেন। শহরের আখড়াবাজার এলাকার বাসায় রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান লস্করের লাশ দেখতে গিয়েছিলেন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় বাসার সামনে থেকে তাঁকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার করা হয়েছে।