# নিজস্ব প্রতিবেদক :-
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে জেলা বিএনপি বিজয় র্যালি করেছেন। আজ ৬ আগস্ট বুধবার দুপুরে শহরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর শহরের রথখলা এলাকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
দলের জেলা কমিটির সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সহ-সভাপতি রুহুল হুসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।
বক্তাগণ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি দীর্ঘ ১৬ বছর রাজপথে লড়াই করেছে। বহু খুন, গুম আর লাখ লাখ নেতা-কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। লাখ লাখ নেতা-কর্মীকে বাড়ি ছেড়ে বনজঙ্গলে ঘুমাতে হয়েছে।
জুলাই আন্দোলনেও বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন অংশ নিয়েছে। জুলাই আন্দোলনেও বিএনপির বহু নেতা-কর্মী খুন হয়েছেন, আহত হয়েছেন। শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই আন্দোলনের সকল শহীদদের প্রতি বক্তাগণ শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান। আগামী দিনে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করার জন্য বক্তাগণ সকল নেতা-কর্মীসহ জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।