• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

বাজিতপুরে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ মৃত গাছ, দুর্ঘটনার আশঙ্কা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর-ভাগলপুর সড়কে, সরারচর এয়ারপোর্টের সামনে আফতাব হ্যাচারি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে দুটি বিশালাকৃতির মৃত গাছ। পরিবেশ বিজ্ঞানীদের মতে, গাছদুটি দীর্ঘ সময় ধরে মরে গিয়ে এখন কেবল শুকনো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, যা যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ, অটো, ভ্যান ও মোটরসাইকেল বাস ট্রাক অসংখ্য যানবাহন চলাচল করে। মৃত গাছগুলো হঠাৎ ভেঙে পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশরাফুল আলম বলেন, গাছ দুটি আর জীবিত নেই। এদের মূল শুকিয়ে গেছে। এখন এগুলো পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরণের দুর্ঘনা ঘটতে পারে।
শিশু সংগঠক সোহেল সাশ্রু বলেন, কয়েক বছর আগে এরকম মরা শুকনো গাছের ডাল পড়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গাজিরটেক এলাকায় এক মাইক্রোবাসের উপড় পড়লে ঘটনাস্থলে ৩ জনের প্রাণহানি ঘটে। এছাড়া মিরারচর এলাকায় শুকনো গাছের ডাল ভেঙ্গে সিএনজি চালিত অটোরিকশার উপর পড়লে ওই সিএনজি চালিত অটোরিকশায় থাকা চালকসহ ৬ জন যাত্রী নিহত হয়। এই গাছসহ রাস্তার পাশে যতধরণের মৃত গাছ আছে সবগুলো অপসারণ করা জরুরী হয়ে পড়েছে। এগুলো কেটে নতুন করে আবারো গাছরোপন করলে পরিবেশের ভারসাম্যতা রক্ষা পাবে।
বিষয়টি নিয়ে পরিবেশবিদ মো. ওসিম উদ্দিন ভূঞা বলেন, মৃত গাছ দীর্ঘদিন ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে তা পরিবেশগত ভারসাম্য তো নষ্ট করেই, বরং মানুষের জানমালের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। এসব গাছ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অপসারণ করা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাসিদ বিন এনাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় জনগণের দাবী, এই ধরনের ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত সরিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *