# নিজস্ব প্রতিবেদক :-
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী বিশাল গণমিছিল করেছে। ৫ আগস্ট মঙ্গলবার বাদ আসর জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করতে গিয়ে জেলা আমির অধ্যাপক রমজান আলী বলেন, জুলাই আন্দোলনের গণহত্যার বিচার করতে হবে। সংস্কার কার্যক্রম শেষ করতে হবে। নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তিনি একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামীকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন। মিছিলে জামায়াতের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা ও বিভিন্ন শ্লোগান সংবলিত ফেস্টুন বহন করা হয়।