# মোহাম্মদ খলিলুর রহমান :-
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে শহীদ পরিবার ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বাজিতপুর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এবং বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ২৪’র গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বাজিতপুরের তিন বীর সন্তানের কবর জিয়ারত করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম বলেন, জীবনে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছি, তবে জুলাই গণঅভ্যুত্থান আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই আয়োজনে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবার ও আন্দোলনকারীদের একসাথে দেখতে পেরে আমি গর্বিত।
৫ আগস্ট আপনারা রাস্তায় নেমেছিলেন বলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। ‘নতুন বাংলাদেশ’ গড়ার দায়িত্ব এখন আপনাদের। আপনারা যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিচালিত করবেন, আমরাও সেই পথেই চলব। গণতন্ত্রের ভিত্তিগুলো যেন কখনোই ভেঙে না পড়ে-সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার-এর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শহীদরা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে গণতন্ত্র ও দেশের জন্য আত্মত্যাগ এক মহান দায়িত্ব। তাদের আন্দোলনের চেতনা আমাদের প্রেরণা হয়ে থাকবে। সেই চেতনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।