# নিজস্ব প্রতিবেদক :-
মামলা মাথায় নিয়ে সাবেক দু’বারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চিকিৎসার্থে থাইল্যান্ড যাওয়াকে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে সরকার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছিল। এ ঘটনার তদন্তে পুলিশ সুপার নির্দোষ প্রমাণিত হলে তাঁকে কিশোরগঞ্জের দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। তিনি ৩ আগস্ট রোববার রাতে কাজে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
কিশোরগঞ্জ সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে, শেখ রেহানাকে দুই নম্বর ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে তিন নম্বর আসামি করে ১২৪ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছিল। কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর লতিবাবাদ গ্রামের আবু তাহের ভূঁইয়ার ছেলে বিএনপি কর্মী তহমুল ইসলাম মাজহারুল (২৭) বাদী হয়ে গত ১৪ জানুয়ারি মামলাটি করেছেন। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরে বৈষম্য বিরোধী মিছিলে হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে।
তবে এ মামলায় আবদুল হামিদের নামে কোন গ্রেপ্তারি পরোয়ানা বা বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছিল না। এমতাবস্থায় গত ৭ মে দিবাগত রাতে চিকিৎসার্থে থাই এয়ারওয়েজের বিমানযোগে তিনি ব্যাংকক গিয়েছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হওয়ায় তখন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিমানবন্দরের ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, আবদুল হামিদের মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার এসআই মাজহারুল ইসলাম ও ডিএসবির এসআই মো. সোলায়মানকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।
এদিকে এ ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও এবং শাহবাগে সমাবেশ করেন। এর জেরে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ১২ মে প্রজ্ঞাপন জারি করে। এসব উত্তেজনার মাঝেই গত ৯ মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক টানা তিনবারের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা ও হত্যার একাধিক মামলা রয়েছে।
তবে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আবদুল হামিদ গত ৮ জুন দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বর্তমানে তিনি ঢাকার নিকুঞ্জের বাসায় অবস্থান করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।