# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব পৌরসভার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও পৌর মিলনায়তনে ১৯টি প্যাকেজে ৪ কোটি ৭৭ লক্ষ ৫৩ হাজার ১শ টাকা ই-টেন্ডার লটারী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভৈরব পৌরসভার সম্মেলন কক্ষে এ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-জিপি মাধ্যমে ই-টেন্ডার লটারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌর সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, টেন্ডার ড্রপ করা ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও তাদের প্রতিনিধিগণ। পরে অত্যাধুনিক পদ্ধতিতে ই-জিপি’র মাধ্যমে ই-টেন্ডারের প্রত্যেকটি প্যাকেজে একে একে লটারী উপস্থাপন করা হয়। এ সময় ই-জিপি লটারীর মাধ্যমে যেসকল প্যাকেজে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম আসে তাদের নামগুলি অতিথিরা ঘোষণা করেন।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, যেসব টেন্ডারের লটারী আজকে হয়েছে খুব শীঘ্রই এসব প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার দেয়া হবে ও দ্রুততম সময়ে কাজগুলি বাস্তবায়নের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে অনুরোধ করা হবে।
ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য। তাই সবার সামনে ই-জিপি ই-টেন্ডার লটারী মাধ্যমে ঠিকাদারী নির্বাচন করা হয়েছে, যাতে কোনো অনিয়ম না থাকে।’