# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীনের বিরুদ্ধে সরকারি ধান সংগ্রহে কৃষকদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। ঘুষ লেনদেনের কথোপকথনের এক মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও দৃশ্যে জয়নাল আবেদীনকে ঘুষের টাকা ভাগ করতে হয় বলে একজনের কাছে বলতে দেখা গেছে। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও জয়নাল আবেদীনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ দেওয়া হয়েছে।
কয়েকজন কৃষক নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, কৃষকরা গুদামে ধান দিতে গেলে প্রতি টনে দুই হাজার টাকা ঘুষ দিতে হয়। বিল উত্তোলন করতে গেলেও ২০০ টাকা করে না দিলে বিলে স্বাক্ষর করা হয় না বলে অভিযোগ করা হয়েছে। আবার ধান পরিমাপের সময় গুদামে থেকে ওজন কমে যাওয়ার অজুহাত দেখিয়ে প্রতি মণ ধান মাপার সময় সাড়ে ৪২ কেজি করে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য খাদ্য গুমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়। তার মোবাইলে এ প্রতিনিধি ক্ষুদে বার্তা পাঠালেও কোন সাড়া মেলেনি। খাদ্য গুদামের অফিস সহকারী শাহ আলম জানিয়েছেন, সরকার এ বছর ৩৬ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ করছে। অষ্টগ্রামকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ১৭ হাজার মেট্রিকটন। ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যথাসময়ে লক্ষ্য অর্জিত হবে বলে তিনি ধারণা দিয়েছেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনের ঘুষ বাণিজ্যের অভিযোগ অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহানের কাছেও কয়েকজন জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি মোবাইল ফোন নম্বরে ফোন করে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি কয়েকজনের কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন। তবে বেশ কয়েকজন মৌখিকভাবে অভিযোগ করলেও কেউ লিখিত অভিযোগ করেননি। তার পরও অভিযোগ যেহেতু উঠেছে, বিষয়টি তিনি অনুসন্ধান করে দেখবেন বলে জানিয়েছেন।