• সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন কিশোরগঞ্জের করিমগঞ্জে ২ দিনের বাছুর দিচ্ছে দুধ সরকারের সংস্কার প্রস্তাবের ৯৫ ভাগ বিএনপি আরও আড়াই বছর আগে দিয়েছে ……… তারেক রহমান 21 SEPTEMBER’ 2025. ০৬ আশ্বিন ১৪৩২ দৈনিক পূর্বকণ্ঠ, সম্পাদক সোহেল সাশ্রু, ভৈরব, কিশোরগঞ্জ The Daily Purbokontho, Bhairab, Kishoreganj (পুরো পত্রিকা) বাজিতপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উত্তরাধিকার ফাউন্ডেশন ভৈরবে দুই গ্রুপের দ্বন্দ্বে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সংঘর্ষ, আহত ১০ কটিয়াদীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার হুক্কা খাওয়া প্রথা কুলিয়ারচরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

ভৈরবে শ্বশুরের ছুরিকাঘাতে জামাই গুরুত্বর আহত

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে শ্বশুরের ছুরিকাঘাতে জামাই সাকিব মিয়া (৪০) গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ২৫ জুন বুধবার সকালে গুরুত্বর আহত সাকিব মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাকিবের অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে গুরুত্বর আহত সাকিব মিয়ার সাথে তাঁর স্বজনদের না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ দেখা দেয়। ওই চিকিৎসক তাৎক্ষণিক ভৈরব থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাকিবের শ্বাশুরী ও বউকে খোঁজে পান। এ সময় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সাকিবের শ্বাশুড়ী ও বউ জানান, বুধবার সকালে শ্বশুর জসিম মিয়ার সাথে জামাই সাকিব মিয়ার বাকবিতণ্ডার এক পর্যায়ে জসিম মিয়া ঘর থেকে দা এনে জামাই সাকিব মিয়ার উপরে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার এসআই শক্তি মৃধা।
জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর জরুর মোড় এলাকার জসিম মিয়ার মেয়ে ঝরণা বেগম এর সাথে ১০ বছর আগে বিয়ে হয় একই এলাকার সাকিব মিয়ার। সাকিব মিয়া ও ঝরণার দাম্পত্য জীবনে ২টি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে সাকিবের শ্বাশুড়ী রুমা বেগম বলেন, সাকিব কাজ কর্ম করতো না। বরং তার মেয়েকে নিয়মিত নির্যাতন ও অত্যাচার করতো। গত এক বছর আগে আমার মেয়ে তাঁর স্বামী সাকিব মিয়াকে তালাক দেয়। আমার মেয়ে ঝরণা বেগম স্বামী সাকিব মিয়াকে তালাক দেয়ার পরও সে প্রায়ই আমাদের বাড়িতে এসে উদ্ভট আচরণ ও গালাগালি করতো। বুধবার সকালে বাড়িতে এসে ঝরণাকে না পেয়ে সাকিব আমার সাথে অশুভ আচরণ করেন। খবর পেয়ে শ্বশুর জসিম মিয়া বাড়িতে আসলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হলে সাকিবকে দা দিয়ে আঘাত করে। এ সময় সে মাটিতে লুটে পড়ে। পরে এলাকাবাসী ও আমরা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোজিনা পারভীন বলেন, সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় সাকিব নামে এক রোগীকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
এ বিষয়ে ভৈরব থানার এসআই শক্তি মৃধা বলেন, হাসপাতাল থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। সাকিবের সু-চিকিৎসার জন্য তাঁর সাবেক স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনদের দায়িত্ব দিয়ে আসি। সাকিবের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *