# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আধুনিক ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) মো. আব্দুর রহিম। ২৪ জুন মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশন রোডে নবনির্মিত আধুনিক ডাকবাংলো শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী ও নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফারাশিদ বিন এনাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উদ্বোধন শেষে ডাকবাংলোর বিভিন্ন কক্ষ পরিদর্শন ও ডাকবাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) মো. আব্দুর রহিম।