# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে ৪১ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ভৈরব বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় হাসপাতালে বিভিন্ন বিভাগ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় জরুরী বিভাগের সেবা, অপারেশনসহ বিভিন্ন সেবা কার্যক্রম। আজ ২৪ জুন মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ৪ ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমঝোতা হলে বিদ্যুৎ বিভাগ দুপুর ১টার দিকে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. সামসুল আলম।
জানা যায়, দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৩ লক্ষ টাকা এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বিশেষায়িত ট্রমা সেন্টারের ১৮ লক্ষ টাকাসহ মোট ৪১ লক্ষ টাকা বকেয়া পড়ে আছে। ফলে মঙ্গলবার সকাল ৯টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ভোগান্তিতে পড়ে বহির্বিভাগে আসা শত শত রোগীসহ হাসপাতালে ভর্তি রোগীরা। বিদ্যুৎ না থাকায় বন্ধ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাসহ স্বাভাবিক কার্যক্রম।
সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের কিছু বিভাগের জরুরী সেবা বন্ধ রয়েছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৪ জন। এদের মধ্যে পুরুষ ওয়ার্ডে রয়েছে ১৭ জন, মহিলা ওয়ার্ডে ১৭ জন, শিশু ওয়ার্ডে ১৪ জন ও গাইনী ওয়ার্ডে ২ জন রোগী ভর্তি রয়েছে। ভর্তিকৃত রোগীর মধ্যে শ্বাসকষ্টের রোগীর সংখ্যাই বেশী। এ জন্য তারা বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার নিতে পারছেন না।
এসময় হাসপাতালে ভর্তি থাকা আম্বিয়া বেগম বলেন, “এমনেতে অই গতর ভালা না। আবার কারেন নাই। গরমে ভিতরডা ছটপড করতাছে। অহন যাইয়া মাথায় পানি ডাইলা আইছি।”
এ বিষয়ে কথা হয় হাসপাতালের প্যাথলজিস্ট লুৎফর রহমানের সাথে। তিনি বলেন, সকালে হাসপাতালে আসার পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন পায়। পরে জানতে পারি বিদ্যুতের বকেয়া বিলের জন্য লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিনই ৫০ জনের মতো রোগীর পরীক্ষা নিরীক্ষা করা হয়। আজকে সকালে রোগী আসলেও বিদ্যুৎ না থাকার কারণে সেবা দিতে পারিনি। ভোগান্তির শিকার হয় সেবা গ্রহিতারা।
এ বিষয়ে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আব্দুল করিম জানান, কোন নোটিশ ছাড়াই সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়ে সেবা গ্রহিতারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সকাল থেকে অনেক রোগী ফিরে যায়। পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় ২ জন ডেলিভারী রোগীর সিজারিয়ান অপারেশন করা সম্ভব হয়নি। হাসপাতালটি ১০০ শয্যা হলেও এখনও ৫০ শয্যায়ই রয়ে গেছে। কিন্তু হাসপাতালটি প্রতিটি বিভাগে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। তাই দিন দিন বিল বাড়ছে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা নতুন যোগদান করেছেন। তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। আজকে বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়ে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। চিঠির মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে টাকা পরিশোধের নির্ধারিত সময় জানানো হবে।
ভৈরব বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. সামসুল আলম বলেন, এ বিষয়ে কথা বলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে কোন অনুমতি দেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পুনরায় সংযোগ দেয়া হয়েছে। হাসপাতালের বকেয়া রয়েছে ২৩ লক্ষ টাকা। এই হাসপাতালের আওতাধীন বিশেষায়িত ২০ শয্যা হাসপাতাল ট্রমা সেন্টারেও ১৮ লক্ষ টাকা বকেয়া রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করার জন্য। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবারো বিদ্যুৎ সংযোগ পুনরায় দেয়া হয়েছে।