# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে নদীতে ব্রিজ থেকে লাফিয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. জুম্মান মিয়া (১৭) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। ২০ জুন শুক্রবার সকাল পৌনে ১০টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা স্টিল ব্রিজ এলাকায় কোদালকাটি নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব নদী ফায়ার স্টেশনের ডুবুরিদল ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। উদ্ধার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্ট ভৈরব উপজেলা টিমের স্বেচ্ছাসেবীরা। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নদী ফায়ার স্টেশন লিডার তোফাজ্জল হোসেন।
নিহত কোরআনের হাফেজ জুম্মান মিয়া ওই এলাকার মো. আমানউল্লাহ মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জুম্মান মিয়া বাড়ির পাশে গোছামারা হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে দুই মাস আগে কোরআনের হাফেজ হোন। আজ সকালে ঘুম থেকে সহপাঠীদের নিয়ে মাদ্রাসাটি পানি দিয়ে ধুয়েমুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। পরে মাদ্রাসা মাঠেই সহপাঠীদের নিয়ে ফুটবল খেলে স্টিল বীজ এলাকায় কোদালকাটি নদীতে গোসল করতে যায়। ব্রিজ থেকে লাফিয়ে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে নদীতে ডুবে যায়। এসময় সহপাঠীরা তাকে খোঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া স্থান থেকেই নদী ফায়ার স্টেশনের ডুবুরিদল মরদেহ উদ্ধার করে। মৃত জুম্মান মিয়ার বাবা একজন রাজমিস্ত্রি। পরিবারে তার বাবা-মা ও একটি ছোট বোন রয়েছে। এদিকে জুম্মান মিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জুম্মানের বাবা আমানউল্লাহ মিয়া বলেন, আমার স্বপ্ন ছিল ছেলেকে কোরআনে হাফেজ বানাবো। দুই মাস আগে সে হাফেজ হয়েছে। কিন্তু আমার কম বয়সি ছেলে বেশি দিন বাঁচতে পারেনি। পানিতে ডুবে মারা গেল।
এ বিষয়ে ভৈরব নদী ফায়ার স্টেশন লিডার তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার সকাল ৯টা ৪৮ মিনিটে ৯৯৯ এর খবর পেয়ে ১০টা ১০ মিনিটে ঘটনাস্থলে আসি। ১১টা ১০ মিনিটে কিশোরের মরদেহ উদ্ধার করি। মরদেহ তারদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।