# মুহাম্মদ কাইসার হামিদ :-
বাংলাদেশ স্কাউটস কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৩ জুন সোমবার কাব কার্নিভাল সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্কাউটস কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউট কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজুল হক, উপজেলা স্কাউট সম্পাদক আব্দুল কাদির, উপজেলা স্কাউট যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা স্কাউট সহ-সভাপতি রেজাউল করিম, সেলিম মিয়া, আব্দুর রাশিদ, উপজেলা স্কাউট কোষাধ্যক্ষ মুহাম্মদ এনামুল হক, উপজেলা স্কাউট সহকারী কমিশনার নাছিমা আক্তার খাতুন, মো. জসীম উদ্দিন, মো. মোবারক মিয়া ও রুবেল আহমেদ।
সভায় কাব কার্নিভাল সফল করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।