# নিজস্ব প্রতিবেদক :-
কোরবানির ঈদ গেল দুই সপ্তাহ হয়নি। অনেকের বাসায় এখনও ফ্রিজ ভর্তি মাংস। এর পরও কিশোরগঞ্জে ইলিশের বাজারে আগুন। ক্রেতা কম, বিক্রেতা কম, আমদানিও কম। তবে অতিথির উসিলায় কেউ কেউ ইলিশ কিনছেন। তাতে করে পরিবারের সদস্যদেরও মৌসুমে অন্তত এক বেলা ইলিশ খওয়া হবে।
১৯ জুন বৃহস্পতিবার শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, মনিন্দ্র চন্দ্র দাস নামে একমাত্র ব্যবসায়ী ইলিশ মাছ সাজিয়ে বসে আছেন। কিন্তু ক্রেতা নেই। তিন সাইজের ইলিশ রয়েছে। এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ২২শ টাকা কেজি। এক কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকা কেজি। আর ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৮শ টাকা কেজি। একজন সরকারি কর্মচারীকে ১৫শ টাকা দিয়ে একটি ইলিশ কিনতে দেখা গেছে। তিনি বললেন, তাঁর ছোটভাই বিদেশ থেকে এসেছেন। ইলিশ খেতে চেয়েছেন। সেই কারণেই একটা ইলিশ নিলেন।
মনিন্দ্র জানালেন, তিনি চাঁদপুর থেকে বরফ দেওয়া ইলিশ আমদানি করেন। দাম বেশি বলে ক্রেতা খুবই কম। সারাদিন ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার ইলিশ বিক্রি করতে পারেন। এক কেজি ওজনের ২০টা ইলিশ বিক্রি করতে পারলে ৪০ হাজার টাকা আমদানি হয়।
তিনি বলেন, সাধারণ মানুষ এত দাম দিয়ে ইলিশ কিনতে পারেন না। সরকার যদি বিদেশে রপ্তানি বন্ধ করে দিত, তাহলে আমদানও বেশি হতো, বিক্রিও বেশি হতো, সাধারণ মানুষ ইলিশের স্বাদ নিতে পারতো। বিক্রি বেশি হলে ব্যবসায়ীরাও লাভবান হতেন।
বড় বাজারের মাছের হাটে দেখা গেছে, প্রাকৃতিক জলাশয় বা খামারের মাছ মোটামুটি সাশ্রয়ী দামে বিক্রি হচ্ছে। দুই কেজি ওজনের পাঙ্গাশ ২০০ টাকা কেজি। দুই কেজি ওজনের রুই ৪০০ টাকা কেজি। দুই কেজি ওজনের কাতলা ৩৫০ টাকা কেজি। টেংরা ৫০০ টাকা কেজি। মাঝারি চিংড়ি ১২শ টাকা কেজি।