• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

কিশোরগঞ্জে ইলিশে আগুন অতিথি ভাগ্যে খাওয়া জোটে

কিশোরগঞ্জে ইলিশে আগুন
অতিথি ভাগ্যে খাওয়া জোটে

# নিজস্ব প্রতিবেদক :-
কোরবানির ঈদ গেল দুই সপ্তাহ হয়নি। অনেকের বাসায় এখনও ফ্রিজ ভর্তি মাংস। এর পরও কিশোরগঞ্জে ইলিশের বাজারে আগুন। ক্রেতা কম, বিক্রেতা কম, আমদানিও কম। তবে অতিথির উসিলায় কেউ কেউ ইলিশ কিনছেন। তাতে করে পরিবারের সদস্যদেরও মৌসুমে অন্তত এক বেলা ইলিশ খওয়া হবে।
১৯ জুন বৃহস্পতিবার শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, মনিন্দ্র চন্দ্র দাস নামে একমাত্র ব্যবসায়ী ইলিশ মাছ সাজিয়ে বসে আছেন। কিন্তু ক্রেতা নেই। তিন সাইজের ইলিশ রয়েছে। এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ২২শ টাকা কেজি। এক কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকা কেজি। আর ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৮শ টাকা কেজি। একজন সরকারি কর্মচারীকে ১৫শ টাকা দিয়ে একটি ইলিশ কিনতে দেখা গেছে। তিনি বললেন, তাঁর ছোটভাই বিদেশ থেকে এসেছেন। ইলিশ খেতে চেয়েছেন। সেই কারণেই একটা ইলিশ নিলেন।
মনিন্দ্র জানালেন, তিনি চাঁদপুর থেকে বরফ দেওয়া ইলিশ আমদানি করেন। দাম বেশি বলে ক্রেতা খুবই কম। সারাদিন ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার ইলিশ বিক্রি করতে পারেন। এক কেজি ওজনের ২০টা ইলিশ বিক্রি করতে পারলে ৪০ হাজার টাকা আমদানি হয়।
তিনি বলেন, সাধারণ মানুষ এত দাম দিয়ে ইলিশ কিনতে পারেন না। সরকার যদি বিদেশে রপ্তানি বন্ধ করে দিত, তাহলে আমদানও বেশি হতো, বিক্রিও বেশি হতো, সাধারণ মানুষ ইলিশের স্বাদ নিতে পারতো। বিক্রি বেশি হলে ব্যবসায়ীরাও লাভবান হতেন।
বড় বাজারের মাছের হাটে দেখা গেছে, প্রাকৃতিক জলাশয় বা খামারের মাছ মোটামুটি সাশ্রয়ী দামে বিক্রি হচ্ছে। দুই কেজি ওজনের পাঙ্গাশ ২০০ টাকা কেজি। দুই কেজি ওজনের রুই ৪০০ টাকা কেজি। দুই কেজি ওজনের কাতলা ৩৫০ টাকা কেজি। টেংরা ৫০০ টাকা কেজি। মাঝারি চিংড়ি ১২শ টাকা কেজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *