• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

কুলিয়ারচরে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ১০জন ডিলার নির্বাচিত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচিত করা হয়েছে। ১৮ জুন বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আবেদন জমা দেওয়া হয় ৩৫টি। আবেদন পত্র যাছাই বাছাই শেষে আবেদন পত্রে ত্রুটি থাকার কারণে ১০টি আবেদন বাদ হয়ে যায়। টিকে যায় ২৫টি আবেদন। এর মধ্যে ৪টি আবেদন প্রত্যাহার করে নেয়। প্রত্যাহারকৃত আবেদন বাদে অন্য সকল আবেদন থেকে লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার স্পষ্টের শাহ আলম ও বড়চারা বাজার স্পষ্টের আবুল কাশেম, রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড স্পষ্টের হবি মিয়া ও বাজারা বাসস্ট্যান্ড স্পষ্টের শাফি উদ্দিন, উছমানপুর ইউনিয়নের চৌমুরী বাজার স্পষ্টের আব্দুর রাজ্জাক, ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড স্পষ্টের মো. মোসলিম উদ্দিন রতন ও ছয়সূতী চকবাজার স্পষ্টের মনির হোসেন, সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা সোনালী ব্যাংক সংলগ্ন স্পষ্টের খায়রুল ইসলাম ও পাটমহল স্পষ্টের দেলোয়ার হোসেন এবং ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার রোড স্পষ্টের আক্কাছ মিয়া ডিলার হিসেবে নির্বাচিত হয়।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, উপজেলা খাদ্য পরিদর্শক নাজমুল হোসেন মুকুল, উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. হাসিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদল, সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহম্মদ সহ সুধিজনদের উপস্থিতিতে ও ৬টি ইউনিয়নের আবেদনকারীদের অংশগ্রহণে লটারির মাধ্যমে এসব ডিলার নির্বাচিত করা হয়েছে।
উন্মুক্ত লটারি পরিচালনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা বলেন, এই উন্মুক্ত লটারি পদ্ধতির মাধ্যমে ডিলার নিয়োগের ফলে স্বজনপ্রীতির কোন সুযোগ নেই, এতে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। ডিলারদের সতর্ক করে তিনি আরও বলেন, নির্ধারিত নিয়মনীতি অনুসরণ না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
লটারির মাধ্যমে নির্বাচিত ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড স্পষ্টের ডিলার মো. মোসলিম উদ্দিন রতন ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার স্পষ্টের ডিলার শাহ আলম তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, কোন প্রকার স্বজনপ্রীতি ছাড়া নিরপেক্ষ ও স্বচ্ছ ভাবে উন্মুক্ত লটারি দেওয়া হয়েছে। এত সুন্দর ভাবে তাদের ডিলার নিয়োগ দেওয়ায় তারা খুবই সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *