# নিজস্ব প্রতিবেদক :-
বরিশালের গলাচিপায় গণ অধিকার পরিষদ সভাপতি নূরুল হক নূরের ওপর বিএনপির হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সংগঠনটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
১৩ জুন শুক্রবার বিকেলে শহরের পুরান থানা এলাকা থেকে মিছিল করে কালিবাড়ি সেতুর ওপর সমাবেশ করেছে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চ পরিষদ সদস্য আবু হানিফ, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার।
বক্তারা বলেন, সরকারি চাল বিতরণ গলাচিপার বিএনপি নেতারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন। নূরুল হক নূর এর প্রতিবাদ করেছিলেন। সেই কারণে সেখানকার বিএনপি নেতা হাসান মামুনের নেতৃত্বে হামলা হয়েছে। দলের কয়েকটি কার্যালয় ভাংচুর করেছে। তারা বলেন, আওয়ামী লীগ ১৫ বছর বিএনপির ওপর দমন-পীড়ন চালিয়েছে। তখন গণ অধিকার পরিষদ একসাথে আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। শুক্রবার বিএনপি হামলা চাঁদাবাজি করছে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে সেরকম আন্দোলন হবে। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হাসান মামুনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।