• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল গণহত্যার বিচার ও সংস্কার ফ্যাসিস্ট রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণপদযাত্রা ভৈরবে সেনাবাহিনী ক্যাম্প ও পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভৈরবে এনসিপি’র মহাসড়ক ব্লকেড কিশোরগঞ্জে ধানবীজ নিয়ে ভোগান্তি হচ্ছে কৃষকদের, বিশেষজ্ঞের তদারকি বারণ কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ, এবার চলছে দখলের উদ্যোগ মিঠামইনের চার শতাধিক গরিব রোগীকে সেনা চিকিৎসকদের সেবা শোক সংবাদ : কবি আব্দুল হান্নান পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ পাকুন্দিয়ায় তিন চোর গ্রেপ্তার, মোবাইল-টাকা উদ্ধার

মায়ের ইনজেকশন শিশুকে মৃত্যুমুখ থেকে ফিরেছে

মায়ের ইনজেকশন শিশুকে
মৃত্যুমুখ থেকে ফিরেছে

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ভুল করে মায়ের ইনজেকশন পুশ করা হয়েছিল সদ্যজাত শিশুকে। শিশুটিকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছিল জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কজেল হাসপাতালে। আপ্রাণ চেষ্টা করা হয়েছে একটি নতুন প্রাণ বাঁচানোর। অবশেষে বাচ্চাটি আশঙ্কামুক্ত হয়ে বাড়ি ফিরেছে। ঘটনাটি ঘটেছে ৮ জুন রোববার দুপুরে হোসেনপুর উপজেলা সদরের প্রাইভেট ক্লিনিক মডার্ণ জেনারেল হাসপাতালে।
শিশুটির বাবা হোসেনপুরের আড়াইবাড়িয়া এলাকার সোহেল রানা নরসিংদীর মাধবদী এলাকায় কাপড়ের একটি ডায়িং কারখানায় টেস্টার পদে চাকরি করেন। রোববার দুপুরে হোসেনপুরের মডার্ণ জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে সোহেলের স্ত্রী তন্বী আক্তারের (২০) প্রথম সন্তানের (কন্যা সন্তান) জন্ম হয়। সিজার করেন ক্লিনিকের মালিক ডা. শাহীন সুলতানা মীরা। জন্মের পরই মাকে একটি ‘এনটি-ডি’ ইনজেকশন দেওয়ার কথা ছিল। বাইরে থেকে চার হাজার টাকা দিয়ে ইনজেকশনটি আনার পর ক্লিনিকের নার্স স্বপ্না আক্তার ভুল করে ইনজেকশনটি মায়ের পরিবর্তে শিশুর শরীরের পেশিতে পুশ করে দেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা চিৎকার করতে থাকলে শিশুটিকে ওই দিনই বিকালে পাঠানো হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কজেল হাসপাতালে। কিন্তু মাকে সিজারের জন্য শিশুর সাথে পাঠানো সম্ভব হয়নি। ওই ক্লিনিকেই রেখে দেওয়া হয়। শিশুটির সাথে পাঠানো হয় ফুফু মমতা বেগমকে। শিশুটিকে বাঁচানো যাবে কি না, এ নিয়ে বাবা সোহেল রানাসহ স্বজনরা চরম উদ্বেগে সময় পার করছিলেন। তবে শিশুর মাকে পরদিন সোমবার পাঠানো হয় সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে।
শিশুটিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কজেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ১৪ নম্বর শয্যায় ভর্তি করা হয়েছিল। মায়ের অনুপস্থিতিতে শিশুটিকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। শিশুটিকে চিকিৎসা দিয়েছেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুজিত দাস। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারও সবসময় ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছেন।
শিশু বিশেষজ্ঞ ডা. সুজিত দাস বলেছেন, শিশুটির দিকে সবসময় খেয়াল রাখা হয়েছে। আপাতদৃষ্টে শিশুটিকে ভাল মনে হলেও যে কোন সময় খারাপের দিকেও যেতে পারতো। তিনি জানান, সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে সাধারণ শিশু ওয়ার্ডে (পেডিএট্রিক ওয়ার্ড) রেখে এ ধরনের শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এখানে আলাদা কোন নিউনেটাল ওয়ার্ড নেই। আছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ধরনের শিশুকে নিউনেটাল ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। শিশুটিকে মঙ্গলবার বাড়ি পাঠানো হয়েছে। শিশুটি আপাতত আশঙ্কামুক্ত আছে বলে চিকিৎসক জানিয়েছেন।
শিশুটির বাবা সোহেল রানা জানিয়েছেন, তিনি এ বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান ও সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্ম্মাকেও জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য মডার্ণ জেনারেল হাসপাতালের মালিক ডা. শাহীন সুলতানা মীরাকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। তবে সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্ম্মা বলেছেন, জেলায় এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। এখন শিশুটির চিকিৎসা চলছে। শিশুটি সুস্থ হওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *