# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ভুল করে মায়ের ইনজেকশন পুশ করা হয়েছিল সদ্যজাত শিশুকে। শিশুটিকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছিল জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কজেল হাসপাতালে। আপ্রাণ চেষ্টা করা হয়েছে একটি নতুন প্রাণ বাঁচানোর। অবশেষে বাচ্চাটি আশঙ্কামুক্ত হয়ে বাড়ি ফিরেছে। ঘটনাটি ঘটেছে ৮ জুন রোববার দুপুরে হোসেনপুর উপজেলা সদরের প্রাইভেট ক্লিনিক মডার্ণ জেনারেল হাসপাতালে।
শিশুটির বাবা হোসেনপুরের আড়াইবাড়িয়া এলাকার সোহেল রানা নরসিংদীর মাধবদী এলাকায় কাপড়ের একটি ডায়িং কারখানায় টেস্টার পদে চাকরি করেন। রোববার দুপুরে হোসেনপুরের মডার্ণ জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে সোহেলের স্ত্রী তন্বী আক্তারের (২০) প্রথম সন্তানের (কন্যা সন্তান) জন্ম হয়। সিজার করেন ক্লিনিকের মালিক ডা. শাহীন সুলতানা মীরা। জন্মের পরই মাকে একটি ‘এনটি-ডি’ ইনজেকশন দেওয়ার কথা ছিল। বাইরে থেকে চার হাজার টাকা দিয়ে ইনজেকশনটি আনার পর ক্লিনিকের নার্স স্বপ্না আক্তার ভুল করে ইনজেকশনটি মায়ের পরিবর্তে শিশুর শরীরের পেশিতে পুশ করে দেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা চিৎকার করতে থাকলে শিশুটিকে ওই দিনই বিকালে পাঠানো হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কজেল হাসপাতালে। কিন্তু মাকে সিজারের জন্য শিশুর সাথে পাঠানো সম্ভব হয়নি। ওই ক্লিনিকেই রেখে দেওয়া হয়। শিশুটির সাথে পাঠানো হয় ফুফু মমতা বেগমকে। শিশুটিকে বাঁচানো যাবে কি না, এ নিয়ে বাবা সোহেল রানাসহ স্বজনরা চরম উদ্বেগে সময় পার করছিলেন। তবে শিশুর মাকে পরদিন সোমবার পাঠানো হয় সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে।
শিশুটিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কজেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ১৪ নম্বর শয্যায় ভর্তি করা হয়েছিল। মায়ের অনুপস্থিতিতে শিশুটিকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। শিশুটিকে চিকিৎসা দিয়েছেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুজিত দাস। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারও সবসময় ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছেন।
শিশু বিশেষজ্ঞ ডা. সুজিত দাস বলেছেন, শিশুটির দিকে সবসময় খেয়াল রাখা হয়েছে। আপাতদৃষ্টে শিশুটিকে ভাল মনে হলেও যে কোন সময় খারাপের দিকেও যেতে পারতো। তিনি জানান, সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে সাধারণ শিশু ওয়ার্ডে (পেডিএট্রিক ওয়ার্ড) রেখে এ ধরনের শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এখানে আলাদা কোন নিউনেটাল ওয়ার্ড নেই। আছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ধরনের শিশুকে নিউনেটাল ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। শিশুটিকে মঙ্গলবার বাড়ি পাঠানো হয়েছে। শিশুটি আপাতত আশঙ্কামুক্ত আছে বলে চিকিৎসক জানিয়েছেন।
শিশুটির বাবা সোহেল রানা জানিয়েছেন, তিনি এ বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান ও সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্ম্মাকেও জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য মডার্ণ জেনারেল হাসপাতালের মালিক ডা. শাহীন সুলতানা মীরাকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। তবে সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্ম্মা বলেছেন, জেলায় এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। এখন শিশুটির চিকিৎসা চলছে। শিশুটি সুস্থ হওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।