• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল গণহত্যার বিচার ও সংস্কার ফ্যাসিস্ট রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণপদযাত্রা ভৈরবে সেনাবাহিনী ক্যাম্প ও পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভৈরবে এনসিপি’র মহাসড়ক ব্লকেড কিশোরগঞ্জে ধানবীজ নিয়ে ভোগান্তি হচ্ছে কৃষকদের, বিশেষজ্ঞের তদারকি বারণ কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ, এবার চলছে দখলের উদ্যোগ মিঠামইনের চার শতাধিক গরিব রোগীকে সেনা চিকিৎসকদের সেবা শোক সংবাদ : কবি আব্দুল হান্নান পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ পাকুন্দিয়ায় তিন চোর গ্রেপ্তার, মোবাইল-টাকা উদ্ধার

ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে আহত ৩০

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। ১০ জুন মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামে ভূইয়া বাড়ি বংশের সাথে সালাম মেম্বারের বাড়ির বংশের মধ্যে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রসিদ।
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলো, মাসুদ মিয়া (৩০), শাকিল মিয়া (২৫), রুমান মিয়া (৩৩), এমাদ হোসেন (৬০), জিহাদ মিয়া (২৫), শাহবুদ্দিন মিয়া (২৮), আরিফ মিয়া (২২), রুবেল হোসেন (৩০), আব্দুর রসিদ (৫৫), জীবন মিয়া (২০), মাসুম মিয়া (২৪), রিয়াদ মিয়া (১৮), হান্নান মিয়া (২০), হুমায়ুন কবির (২৬), শফিকুল ইসলাম (৩৫), অনন্ত মিয়া (১৬), শাহিন মিয়া (১৭), বিল্লাল মিয়া (৩৫)। এদের মধ্যে এমাদ মিয়া গুরুত্বর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিল্লাল মিয়া, আরিফ মিয়া ও জিহাদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এছাড়াও আরো ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফরনগর গ্রামের খেলার মাঠে দুই বংশের জমি রয়েছে। বিকাল হলেই বিভিন্ন বংশের যুবকেরা মাঠে খেলাধুলা করে। ঈদুল আজহার দু’দিন আগে ভূইয়া বাড়ি বংশের যুবকদের সাথে সালাম মেম্বারের বাড়ির বংশের যুবকদের মধ্যে মাঠে খেলতে গিয়ে দখল নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে যুবকদের মধ্যে বেশ কয়েকদিন উত্তেজনা চলে। ১০ জুন মঙ্গলবার বিকালে সালাম মেম্বারের বাড়ির বংশের ইয়ামিন নামে এক যুবক মোটরসাইকেল নিয়ে ভূইয়া বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ভূইয়া বাড়ির এক যুবকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ভূইয়া বাড়ির যুবকেরা মোটরসাইকেলের চাবি রেখে দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। দুই পক্ষ দা, লাঠি সোঁটা, টেঁটা, বল্লম, ইট, পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের ৩০ জন নারী-পুরুষ আহত হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবীবা জুঁই বলেন, জাফরনগর গ্রামের সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ১৭ জন আহত রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত ৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। একজন গুরুতর আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকেই ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ভূইয়া বাড়ির বংশের রিয়াদ মিয়া বলেন, ঈদের দুইদিন আগে আমাদের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাথে ফুটবল খেলাছিল। এসময় আমরা মাঠে খেলতে গেলে সালাম মেম্বারের বাড়ির যুবকেরা মাঠে খেলতে বাধা দেয়। এসময় তাদের সাথে আমাদের বাকবিতণ্ডা হলে বাড়ি চলে আসি। এরপর থেকে আমাদের দেখলেই সালাম মেম্বারের বাড়ির বংশের যুবকেরা গালমন্দ করে। ১০ জুন বিকালে ইচ্ছে করে আমাদের বাড়ির এক যুবককে সালাম মেম্বারের বাড়ির এক যুবক মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে ওই যুবককে জিজ্ঞাসা করতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঝগড়া হয়। বিষয়টি পরে সংঘর্ষে রূপ নেয়। আমাদের বাড়ির প্রায় পনেরো জনের মতো নারী পুরুষ আহত হয়েছে। ১ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সালাম মেম্বারের বাড়ির জিহাদ মিয়া বলেন, খেলার মাঠ দখল নিয়ে সপ্তাহখানেক আগে বাচ্চা ছেলেদের মধ্যে ঝগড়া হয়। ১০ জুন আমাদের বাড়ির ইয়ামিন নামে একজনের মোটরসাইকেলের চাবি রেখে দিয়ে ভূইয়া বাড়ির যুবকেরা গালাগালি করে ও হুমকি ধামকি দেয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয়। আমাদের বংশের প্রায় ১৫ জন নারী পুরুষ আহত হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রসিদ বলেন, আমি ভৈরব শহরে ছিলাম। ঝগড়ার খবর পেয়ে স্থানীয়দের ঝগড়া থামাতে বলি। উভয় পক্ষের সাথে ফোনে কথা বলে পরিস্থিতি শান্ত করি। পরে রাতে হাসপাতালে ছুটে যায়। উভয় পক্ষের ১৭ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সার্বিক বিষয় তদারকি করছি। উভয় পক্ষের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি মীমাংসা করবো।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, জাফরনগর গ্রামের সংঘর্ষের বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জেনেছি। আমি সংঘর্ষের বিষয়টি খোঁজ নিবো। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *