# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় লামিছা (১০) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৯ জুন সোমবার রাত ৮টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের হরকিশোরপুর গ্রামে সড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশের এসআই তন্ময় মণ্ডল।
নিহত শিশু লামিছা শ্রীনগর ইউনিয়নের হরকিশোরপুর গ্রামের মহরমের বাড়ির জাহের মিয়ার মেয়ে। ঘটনার পর অটোরিকশা চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু লামিছা শ্রীনগর ইউনিয়নের কামার কান্দা প্রাইমারি সরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটির বাবা স্থানীয় একটি স’মিল এর মিস্ত্রী। পরিবারে তারা দুই বোন ও এক ভাই। লামিছা জাহের মিয়ার ছোট মেয়ে। ৯ জুন সন্ধ্যায় বাড়ির পাশে ফুফুর বাড়ি থেকে শিশু লামিছা বাবার জন্য চিনি আনতে যায়। ফুফুর বাড়ি রাস্তার অপর পাশে হওয়ায় এক পাশ থেকে অপর পাশে যাওয়ায় সময় পথিমধ্যে সড়কে একটি অটোরিকশা এসে শিশুটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ৪ জন যাত্রী নিয়ে রাজনগর থেকে জগমোহনপুর যাওয়ার মুহূর্তে এই ঘটনা ঘটে। শিশুটিকে ধাক্কা দেওয়ার পর অটোরিকশাটিও উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এসময় চারজন যাত্রীও আহত হয়। এদিকে অটোরিকশার ধাক্কায় শিশু লামিছা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত শিশুর পিতা জাহের মিয়া বলেন, আমার মেয়েকে আমার বোনের বাড়িতে চিনি আনতে পাঠিয়েছিলাম। ঘাতক অটোরিকশা আমার মেয়ের জীবন কেড়ে নিল। আমি অটো চালকের বিচার চাই।
এ বিষয়ে শিশুটির ফুফু স্মৃতি বেগম বলেন, আমরা বাড়ির উঠোনে বসেছিলাম। গরমের কারণে লেবুর শরবত খেতে চাইছিলাম সবাই। ঘরে চিনি শেষ হওয়ায় পাশের বাড়িতে লামিছার ফুফুর বাড়ি থেকে চিনি আনতে বলে তার বাবা। সন্ধ্যা হওয়ায় লামিছা ভয়ে যেতে চাইনি। রাস্তা পেরিয়ে যেতে হয়। লামিছাকে জোরপূর্বকই পাঠানো হয়েছে। যাওয়ার সময় যেন রাস্তায় রিকশা দেখে রাস্তা পার হয় সে কথাও তাকে বলা হয়েছিল। ঘরে থেকে বের হয়ে রাস্তায় যেতেই সাথে সাথে অটোর ধাক্কা খেয়ে অটোর নিচে পড়ে যায়। পরে আমরা লামিছাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সোহেবুর রহমান বলেন, মৃত অবস্থায় শিশু লামিছার মরদেহ হাসপাতালে আনা হয়। দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশের এসআই তন্ময় মণ্ডল বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শিশুটির মরদেহ উদ্ধার করি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।