# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মায়ের সাথে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ ও নদী ফায়ার সার্ভিস কর্মীরা। ১০ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভৈরব বাজার নদীর ঘাট এলাকার খাজা রাইস মিল সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ-থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান।
এর আগে ৯ জুন সোমবার সকাল ১১টায় ভৈরব মেঘনার ত্রি-বেণী সেতু এলাকার হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুর নিচে তৈয়বা (১০) নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভৈরবে নদী ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেন। ওই দিন শিশুটি না পেয়ে মঙ্গলবার সকাল থেকে নৌ-পুলিশের সহায়তায় মেঘনা নদীর বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে শিশুটির পরিবার। সন্ধ্যা ৬টায় ভৈরব বাজার নদীর ঘাট সংলগ্ন খাজা রাইস মিল এর পাশে মেঘনা নদীতে ভেসে উঠে শিশুটির মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ থানা পুলিশ ও নদী ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
নিখোঁজ শিশু তৈয়বা ত্রি-বেণী সেতু সংলগ্ন পার্শ্ববর্তী মুশকিলা হাঁটি এলাকার কামাল মিয়ার মেয়ে। সে ৫ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৯ জুন সকাল ৯টার সময় ঘরের কাজ শেষে করে মা কবিতা বেগম তার তিন মেয়ে ৬ বছর বয়সী মরিয়ম, ১০ বছর বয়সী তৈয়বা ও ১৪ বছর বয়সী টিয়াকে সাথে নিয়ে মেঘনায় গোসল করতে যান। সাথে মা কবিতা ধৌত করার জন্য কিছু কাপড় নিয়ে যায়। কবিতা বেগম নদীর এক পাশে কাপড় ধৌত করছিল অপর পাশে তিন মেয়েসহ সহপাঠীরা নদীতে বল খেলছিল। এদের মধ্যে সহপাঠী সায়মা ছাড়া তিন বোনই সাঁতার জানতো না। হঠাৎ খেলার এক মুহূর্তে স্রোতের প্রবল বেগে বল ভেসে যাচ্ছিল তখন সবাই বলের পিছনে ছুটছিল। এসময় তিন বোন একসাথে পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে বড় বোন টিয়া ও ছোট বোন মরিয়মকে উদ্ধার করে। মেজো বোন তৈয়বা নদীর স্রোতে তলিয়ে যায়। বড় বোন টিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসে।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় ভৈরব নদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা এসে নিখোঁজ তৈয়বাকে খুঁজতে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ১০ জুন মঙ্গলবার সন্ধ্যায় নদীতে ভেসে উঠলে খোঁজে পায় শিশুটির পরিবার।
এ বিষয়ে সহপাঠী সায়মা বলে, আমরা এক সাথে খেলতে ছিলাম। আমি সাঁতরে বল আনতে গেলে পিছন পিছন তারা তিন বোন আসে। তারা কেউ সাঁতার জানে না। স্রোতের বেগ দেখে আমি সাঁতরে উঠে যায়। আমার পিছনে তৈয়বা ছিল সে পানিতে ডুবে গেছে।
এ বিষয়ে শিশুটির চাচা আকাশ মিয়া বলেন, আমার ভাতিজি বাড়ির পাশে বীর মুক্তিযোদ্ধা ফয়সাল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে লেখা পড়া করতো। সংসারে বাবা মাসহ তারা তিন বোনই ছিল। বাবা কামাল মিয়া একজন দিন মজুর। মাসহ তিন মেয়ে কেউই সাঁতার জানতো না। বাড়ির পাশে নদী হওয়ায় তারা প্রতিদিনই নদীতে গোসল করতে যেতো।
এ বিষয়ে ভৈরব নদী ফায়ার স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, খবর পেয়ে ৯ জুন সোমবার সকাল সাড়ে ১১টায় ডুবুরিসহ ঘটনাস্থলে এসে দিনভর খুঁজতে থাকি। ওইদিন না পেলেও মঙ্গলবার সন্ধ্যায় খবর পায় ভৈরব বাজার নদীর ঘাট এলাকায় ভেসে উঠেছে শিশুটির মরদেহ। পরে নৌ-থানা পুলিশসহ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।