• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

২৫ বছরে শত শত কোরবানি, এবার দেওয়া হয়েছে ৪৪টি রোহিঙ্গা ক্যাম্পেও গেছে

২৫ বছরে শত শত কোরবানি
এবার দেওয়া হয়েছে ৪৪টি
রোহিঙ্গা ক্যাম্পেও গেছে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ‘মাওলানা আজিজুর রহমান জার্মানি’ নামে এক জার্মান প্রবাসী ২৫ বছর ধরে দরিদ্র মানুষদের জন্য শত শত গরু কোরবানি দিয়ে আসছেন। এবার দিয়েছেন ৪৪টি গরু। রোহিঙ্গা ক্যাম্পের মুসলমানদের জন্যও একটি গরু পাঠিয়েছেন। প্রতি বছর ঈদুল আজহার পরদিন শহরতলির সিদ্ধেশ্বরী এলাকার একটি মাদ্রাসা মাঠে এসব গরু কোরবানি দেওয়া হয়। ৮ জুন রোববার সকালেও একই মাঠে ৪৪টি গরু কোরবানি দিয়েছেন। এসময় আজিজুর রহমানের জার্মান প্রবাসী দুই বন্ধু তুর্কি নাগরিক হাসি ম্যাকতাসকেন ও এসকন হারানিও উপস্থিত ছিলেন। তাঁরা একেকটি গরু জবাই দেওয়ার সময় সমস্বরে ‘আল্লাহু আকবার’ বলছিলেন।
রোববার সকালে জামিয়াতুল আযহার (বালিকা শাখা) মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, অনেকগুলো গরু জবাই করে কোনটার চামড়া ছাড়ানো হচ্ছে, কোনটার মাংস কাটা হচ্ছে। মাদ্রাসার বাইরে বেশ কিছু গরিব মানুষকে মাংসের জন্য অপেক্ষা করতেও দেখা গেছে। এলাকার ফোরকান মিয়া ও জাহের উদ্দিন জানিয়েছেন, প্রতি বছরই তাঁরা এখান থেকে মাংস পান। একেকজন দেড় কেজি দুই কেজি মাংস পান।
মাওলানা আজিজুর রহমান জানান, তিনি ৩০ বছর জার্মানিতে থাকেন। সেই কারণে মানুষ তাঁকে ‘আজিজুর রহমান জার্মানি’ নামে ডাকেন। এখানে কোরবানি দেন ২৫ বছর ধরে। এক বছর সর্বোচ্চ ৬০০ গরুও কোরবানি দিয়েছেন। কোন বছর ৫০০ গরু, ৪০০ গরুও কোরবানি দিয়েছে। এবার দিচ্ছেন ৪৪টি গরু। তাঁকে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ৪৪টি গরু হোসেনপুর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নও পৌরসভায় বরাদ্দ করেছেন। একটি গরু পাঠিয়েছেন রোগিঙ্গা ক্যাম্পের মুসলমানদের জন্য। তিনি জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার সাথে কোরবানির কোন সম্পর্ক নেই। তিনি ২৫ বছর ধরে কোরবানি দিচ্ছেন। কখনও তো কোন নির্বাচনে প্রার্থী হননি। নির্বাচনের জন্য কোরবানি দিলে রোহিঙ্গা ক্যাম্পে গরু পাঠাতেন না বলে মন্তব্য করেছেন। কোরবানি ছাড়াও তিনি দুই ঈদে দরিদ্র শিশুদের বিভিন্ন উপহার দিয়ে থাকেন। বড়দের শাড়ি-লুঙ্গি দিয়ে থাকেন বলে জানিয়েছেন। দুই তুর্কি নাগরিক ইংরেজি বলতে পারেন না। তাঁরা এত এত গরিব মানুষের জন্য কোরবানির দৃশ্য দেখে তুর্কি ভাষায় তাঁদের অভিভূত হওয়ার অনুভুতি প্রকাশ করেছেন। আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *