• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল গণহত্যার বিচার ও সংস্কার ফ্যাসিস্ট রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণপদযাত্রা ভৈরবে সেনাবাহিনী ক্যাম্প ও পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভৈরবে এনসিপি’র মহাসড়ক ব্লকেড কিশোরগঞ্জে ধানবীজ নিয়ে ভোগান্তি হচ্ছে কৃষকদের, বিশেষজ্ঞের তদারকি বারণ কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ, এবার চলছে দখলের উদ্যোগ মিঠামইনের চার শতাধিক গরিব রোগীকে সেনা চিকিৎসকদের সেবা শোক সংবাদ : কবি আব্দুল হান্নান পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ পাকুন্দিয়ায় তিন চোর গ্রেপ্তার, মোবাইল-টাকা উদ্ধার

২৫ বছরে শত শত কোরবানি, এবার দেওয়া হয়েছে ৪৪টি রোহিঙ্গা ক্যাম্পেও গেছে

২৫ বছরে শত শত কোরবানি
এবার দেওয়া হয়েছে ৪৪টি
রোহিঙ্গা ক্যাম্পেও গেছে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ‘মাওলানা আজিজুর রহমান জার্মানি’ নামে এক জার্মান প্রবাসী ২৫ বছর ধরে দরিদ্র মানুষদের জন্য শত শত গরু কোরবানি দিয়ে আসছেন। এবার দিয়েছেন ৪৪টি গরু। রোহিঙ্গা ক্যাম্পের মুসলমানদের জন্যও একটি গরু পাঠিয়েছেন। প্রতি বছর ঈদুল আজহার পরদিন শহরতলির সিদ্ধেশ্বরী এলাকার একটি মাদ্রাসা মাঠে এসব গরু কোরবানি দেওয়া হয়। ৮ জুন রোববার সকালেও একই মাঠে ৪৪টি গরু কোরবানি দিয়েছেন। এসময় আজিজুর রহমানের জার্মান প্রবাসী দুই বন্ধু তুর্কি নাগরিক হাসি ম্যাকতাসকেন ও এসকন হারানিও উপস্থিত ছিলেন। তাঁরা একেকটি গরু জবাই দেওয়ার সময় সমস্বরে ‘আল্লাহু আকবার’ বলছিলেন।
রোববার সকালে জামিয়াতুল আযহার (বালিকা শাখা) মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, অনেকগুলো গরু জবাই করে কোনটার চামড়া ছাড়ানো হচ্ছে, কোনটার মাংস কাটা হচ্ছে। মাদ্রাসার বাইরে বেশ কিছু গরিব মানুষকে মাংসের জন্য অপেক্ষা করতেও দেখা গেছে। এলাকার ফোরকান মিয়া ও জাহের উদ্দিন জানিয়েছেন, প্রতি বছরই তাঁরা এখান থেকে মাংস পান। একেকজন দেড় কেজি দুই কেজি মাংস পান।
মাওলানা আজিজুর রহমান জানান, তিনি ৩০ বছর জার্মানিতে থাকেন। সেই কারণে মানুষ তাঁকে ‘আজিজুর রহমান জার্মানি’ নামে ডাকেন। এখানে কোরবানি দেন ২৫ বছর ধরে। এক বছর সর্বোচ্চ ৬০০ গরুও কোরবানি দিয়েছেন। কোন বছর ৫০০ গরু, ৪০০ গরুও কোরবানি দিয়েছে। এবার দিচ্ছেন ৪৪টি গরু। তাঁকে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ৪৪টি গরু হোসেনপুর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নও পৌরসভায় বরাদ্দ করেছেন। একটি গরু পাঠিয়েছেন রোগিঙ্গা ক্যাম্পের মুসলমানদের জন্য। তিনি জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার সাথে কোরবানির কোন সম্পর্ক নেই। তিনি ২৫ বছর ধরে কোরবানি দিচ্ছেন। কখনও তো কোন নির্বাচনে প্রার্থী হননি। নির্বাচনের জন্য কোরবানি দিলে রোহিঙ্গা ক্যাম্পে গরু পাঠাতেন না বলে মন্তব্য করেছেন। কোরবানি ছাড়াও তিনি দুই ঈদে দরিদ্র শিশুদের বিভিন্ন উপহার দিয়ে থাকেন। বড়দের শাড়ি-লুঙ্গি দিয়ে থাকেন বলে জানিয়েছেন। দুই তুর্কি নাগরিক ইংরেজি বলতে পারেন না। তাঁরা এত এত গরিব মানুষের জন্য কোরবানির দৃশ্য দেখে তুর্কি ভাষায় তাঁদের অভিভূত হওয়ার অনুভুতি প্রকাশ করেছেন। আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *