# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে নির্মাণাধীন বাসার পিলারের গর্তে বৃষ্টির পানিতে পড়ে দু’টি শিশু মারা গেছে। এরা মামাত-ফুফাত ভাই। ঘটনাটি ঘটেছে ১ জুন রোববার সন্ধ্যায় শহরতলির মোল্লাপাড়া এলাকায় নেহাল গ্রীণ পার্ক সংলগ্ন এক বাসায়। নিহতরা হলো অটোচালক মমিন মিয়ার ছেলে ওবায়েদ (৪) ও ওবায়েদের ফুফাত ভাই পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার প্রবাসী মকবুল মিয়ার ছেলে মাহাদী (৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নেহাল গ্রীণ পার্কের মালিক ওসমান গনি ও প্রতিবেশি হোসেনপুর সরকারি কলেজের শিক্ষক নাহিদ সুলতানা স্বর্ণা জানান, মমিন মিয়ার ভাগ্নে মাহাদী তার মা সুফিয়া আক্তারের সাথে রোববার মামার বাসায় এসেছিল শহরে ঈদের কেনাকাটা করার জন্য। বিকালে মাহাদী ও ওবায়েদ খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। শিশু দু’টির সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু সন্ধ্যার দিকে বাড়ির পাশে একটি নির্মাণাধীন বাড়ির ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে শিশু দু’টিকে মৃত অবস্থায় পাওয়া যায়। শিশু দু’টির মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম।