# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি পিএলসি উপ-শাখা ব্যাংকের ম্যানেজারসহ ৬ জন কর্মকর্তা রহস্যজনক ভাবে জ্ঞানহারা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ১ জুন রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলিয়ারচর বাজারস্থ হাবিব কমপ্লেক্সর দ্বিতীয় তলায় আইএফআইসি পিএলসি ব্যাংকে এ রহস্যজনক ঘটনাটি ঘটে। অসুস্থ ব্যাংক কর্মকর্তারা হলো, ব্যাংক ম্যানেজার মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা বেগম, সৌমিক জামান খান, মেরিন আক্তার ও সিকিউরিটি গার্ড কামাল মিয়া।
এ খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ও বাজিতপুর সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী কুলিয়ারচর বাজারস্থ অটোগ্যারেজ মালিক আল আমিন (৩৫) বলেন, তিনি রোববার আনুমানিক সোয়া ১টার দিকে একটি একাউন্ট খুলতে ৮ লক্ষ টাকা নিয়ে ওই ব্যাংকে যায়। ওই সময় ব্যাংকের সকল স্টাফ কাজ করছিলো। পরে ব্যাংকের কর্মকর্তা তাকে ছবি তুলে আনতে বললে তিনি ছবি তুলতে বাহিরে যান। প্রায় ১৫ মিনিট পরে ছবি নিয়ে ব্যাংকের সামনে এসে দেখেন ব্যাংকে কোন আলো নেই। কিছুক্ষণের মধ্যে লাইট জলে উঠে। তখন দারোয়ান তাকে বলে ভিতর থেকে তাঁর শার্টটি এনে দিতে। ভিতরে গিয়ে দেখেন অন্যান্য সকল কর্মকর্তা ফ্লোরে পড়ে ছটফট করছে। তখন তিনিসহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা লোকজন নিয়ে সকল কর্মকর্তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুই জন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাদের জ্ঞান না ফিরায় সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
তবে অনেকের ধারণা খাবার খেয়ে এমনটি হতে পারে। আবার কেউ বলছে গ্যাস লিকেজের কারণে এ ধরণের ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে ব্যাংককে পুলিশ অবস্থান করছেন।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী তোফায়েল আহমেদ ভুলন জানান, ৬ জন কর্মকর্তা দিয়ে ব্যাংকটি পরিচালিত হয়। এদের মধ্যে ২ জন মহিলা ও ৪ জন পুরুষ। ব্যাংকে কর্মকর্তা কর্মচারীরা বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন। আমরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে যতটুকু বুঝতে পেরেছি ব্যাংকে কোন লুটপাট হয়নি।
এ বিষয়ে আরেক ব্যাবসায়ী কামরুল ইসলাম মুছা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে সিয়াম ও হোসনা নামের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখলে তাদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমিসহ উপজেলা নির্বাহী অফিসার, কুলিয়ারচর থানা পুলিশ ও বাজিতপুর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা আসে। এখানে এসে কয়েকজন কাস্টমারের সাথে কথা বলে প্রাথমিক ভাবে জানতে পারি এখানে কোন রকম ডাকাতির ঘটনা ঘটেনি। তবে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ও ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে ঘটনার আসল কারণ জানা যাবে। ব্যাংকটি আপাতত বন্ধ রয়েছে।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, জানা গেছে ব্যাংক থেকে কোন কিছু খোয়া যায়নি। কর্মকর্তাদের জ্ঞান ফিরার পর তদন্তে আসল ঘটনা জানা যাবে। তবে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা বলেন, বাজিতপুর আইএফআইসি ব্যাংকের উপ-শাখা কুলিয়ারচর ব্যাংকটি। দুপুরে যে কোন এক সময় ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা ভর্তি রয়েছে। যতটুকু জানতে পেরেছি তাদের অক্সিজেন ল্যাবেল কমতে শুরু করেছিল। হাসপাতালে নেয়ার পর তাদের অক্সিজেন দিলে তারা কিছুটা সুস্থ হয়। তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে তাদের কি ধরনের চেতনানাশক দেয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক তালাবদ্ধ করে রেখেছে খোলার পর বিস্তারিত জানা যাবে।
এদিকে এ বিষয়ে কথা বলতে আইএফআইসি ব্যাংকের কোন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।