# মোস্তফা কামাল :-
যেই দুর্গম হাওরাঞ্চল এক সময় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ প্রায় সকল ক্ষেত্রে ছিল অবহেলিত, পশ্চাতপদ। আজ সেই হাওরে লেগেছে সামাজিক উন্নয়নের ঢেউ। এক সময় পাঠশালা ছিল না বললেই চলে, মেয়েরাও জানতো না পাঠশালা কী জিনিস। ছিল না সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা। আজ সেই হাওরের মেয়েরাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যায় দিন দিন প্রাধান্য বিস্তার করছে। তারা বেগম রোকেয় দিবস থেকে শুরু করে পালন করছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
গতকাল বুধবার এক ব্যতিক্রমী উৎসবের আমেজে হাওর উপজেলা নিকলী পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। নিকলীর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সঙ্গীত, নাচ, গান আর আলোচনা পর্বের মাধ্যমে পালন করা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে একটি র্যালিও করা হয়েছে। মালালা ফান্ডের এডুকেশন নেটওয়ার্কের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান পপির উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা পর্ব। পপির জেলা সমন্বয়কারী ফরিদুল আলমের সভাপতিত্বে আলোচনা পর্বে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, স্থানীয় শিক্ষক ফাতেমা বেগম ও নারী অধিকার কর্মী মাহমুদা আক্তার। তারা বাস্তব জীবন ও কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে পরিবার থেকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মানবাধিকার লংঘ ও এর প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করেন।
এরপর শিশুদের অংশগ্রহণে একক নৃত্য, দলীয় নৃত্য ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। বিজয়ের মাসে নাচগুলো ছিল দেশাত্মবোধক গানের তালে তালে। পুরো অনুষ্ঠান হাওরের বুকে যেন এক নতুন প্রাণচাঞ্চল্য বিকীরণ করেছে। পুরো মিলনায়তন ভর্তি ছিল মা, শিশু থেকে শুরু করে শিক্ষক ও অভিভাবকে। উপস্থিত দর্শক-শ্রোতারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের আকুতি জানিয়েছেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে উপহার সামগ্রি প্রদান করা হয়েছে। একটি করে খাবারের প্যাকেটও দেওয়া হয়েছে। শিশুরা এসব উপহার পেয়ে উল্লাস করতে করতে যার যার বাড়ি ফিরে গেছে।