# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। ২১ মে বুধবার রাত সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক পটুয়াখালী জেলার বাউফল বট কাজল এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভৈরব থানা পুলিশকে জানানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ভৈরব থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে স্টিলের পাত ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ব্রিজের এক পাশে নামেন চালক সজিব মিয়া। পরে কয়েকজন ছিনতাইকারী ট্রাক চালক সজীব মিয়াকে ঘিরে ধরে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিতে চেষ্টা করলে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। তার সাথে হেলপার হিসেবে তার ছোট ভাই ছিলো। পরে খবর পেয়ে ভৈরব থানা ও হাইওয়ে থানা পুলিশ আহত চালককে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথের মধ্যে তার মৃত্যু হয়।
নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, বুধবার গভীর রাতে তাঁর ছেলের ভৈরব এলাকা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কয়েকজন ছিনতাইকারী সজিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন ট্রাকের চালক তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সজিব মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথের মধ্যে তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ইতিমধ্যে তৎপরতা চালিয়েছেন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।