# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর উদ্যেগে মতবিনিময় ও মরণোত্তর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি-এই শ্লোগানকে সামনে রেখে ১৭ মে শনিবার সকাল সাড়ে ১১টায় ভৈরব বাজারের আসমত টাওয়ারের তৃতীয় তলায় নিজস্ব অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ভৈরব শাখার উদ্যোগে একটি ব্যবসায়িক সভা ও মতবিনিময় সভায় ব্রাঞ্চ ম্যানেজার মো. খোকন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র সেলস ম্যানেজার মো. আরিফ বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ইনচার্জ মো. মিজানুর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পলিসি গ্রাহক, সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল এসোসিয়েট ও কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ।
প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের সিনিয়র সেলস ম্যানেজার মো. আরিফ বিল্লাহ বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আস্থা লাইফের জীবন বীমা সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এই সেবা আপামর জনগণের নিকট পৌছে দিতে আস্থা লাইফের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এসময় তিনি উপস্থিত ভৈরববাসীর সহযোগিতা কামনা করেন এবং অত্র শাখায় আগ্রহী প্রার্থীদের যোগদানের মাধ্যমে সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ ও সেবার ব্রত নিয়ে জনগণকে জীবন বীমা সেবা প্রদানের জন্য আহবান জানান।