# নিজস্ব প্রতিবেদক :-
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। ৫ মে সোমবার দুপুরে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি ব্যবসা করেন বলে লিখেছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করার মত কোন দক্ষ লোক নেই। এখন সংগঠনের জন্য অনেক সময় দেওয়া প্রয়োজন। কিন্তু ব্যবসার কারণে তিনি সেভাবে সময় দিতে পারবেন না। সেই কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ফেসবুকে লিখেছেন। আর এর জন্য তিনি সংগঠনের সকলের কাছে ক্ষমাও চেয়েছেন। সেই সাথে তিনি আজীবন এই সংগঠনের সাথেই থাকবেন বলেও লিখেছেন।
রফিকুল ইসলাম সমকালকে জানিয়েছেন, মূলত ব্যবসার কারণেই তিনি পদত্যাগ করেছেন। অন্য কোন বিষয় নেই। তবে জেলা কমিটির সাথে এ বিষয়ে কোন কথা বলেননি। পরবর্তীতে কথা বলবেন বলে জানিয়েছেন। করিমগঞ্জের গুনধর ইউনিয়নের মরিচখালী বাজারে রফিকুল ইসলামের হার্ডওয়্যারের দোকান রয়েছে। পার্শ্ববর্তী পানাহার এলাকায় তাঁর বাড়ি।