# নিজস্ব প্রতিবেদক :-
বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরগঞ্জে বেসরকারি সংস্থা পপি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে ‘বাল্যবিয়ে নিরসনে সম্মিলিত উদ্যোগ : কারণ ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে ‘জয়েন্ট অ্যাকশন গ্র্যান্ট’ প্রকল্পের আওতায় ৬ মে মঙ্গলবার জেলা শহরের পপি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন পপির উপ-পরিচালক আবু সিনা মো. শহিদ চৌধুরী। কর্মশালায় অংশগ্রহণকারীগণ বাল্যবিয়ে প্রতিরোধে অনেকগুলো পদক্ষেপের পাশাপাশি অনলাইনে বিয়ে নিবন্ধনের বিধান প্রবর্তনের প্রস্তাব করেছেন। তাহলে জন্ম নিবন্ধন, এনআইডি ও পাবলিক পরীক্ষার সনদসহ বয়স সংক্রান্ত দালিলিক প্রমাণ অনুসরণ নিশ্চিত হবে।
কর্মশালায় স্থানীয় কমিউনিটি সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের মোট ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশ নেন এডাব কর্মকর্তা ইবায়দুল ইসলাম, পপির কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর কাজী আব্দুল্লাহ রিজভান, ইম্পিøমেন্টেশন অফিসার মাহমুদ মীম, বিডিওএসএন-এর প্রোগ্রাম ফোকাল তানভীরুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, মানবাধিকার কর্মী কামরুন্নাহার প্রমুখ।
প্রারম্ভিক বক্তব্যে আবু সিনা মো. শহিদ চৌধুরী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে কেবল আইন নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, শিক্ষার প্রসার ও কমিউনিটি ভিত্তিক কার্যকর উদ্যোগ। এছাড়া কর্মশালায় ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে আলোচনা এবং এর ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করা হয়। দলগত কাজের মাধ্যমে বাল্যবিবাহের মূল কারণ বিশ্লেষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের উপস্থাপনার আয়োজন করা হয়। দলগত উপস্থাপনায় বাল্যবিয়ের কারণ হিসেবে দারিদ্রতা, অশিক্ষা, ইভটিজিং, অধিক সন্তান, নানা রকম কুসংস্কার, ভাল পাত্রের হাতছানি ইত্যাদিকে চিহ্নিত করা হয়েছে। সমাধান হিসেবে অনলাইনে বিয়ের নিবন্ধন, জন্ম নিবন্ধনসহ বয়স প্রমাণের দালিলিক প্রমাণাদি সঠিকভাবে অনুসরণ করা, বাল্যবিবাহ নিরোধ আইন যথাযথভাবে প্রতিপালন করা, এই আইনের আওতায় শাস্তির বিধান কঠোরভাবে প্রয়োগ করা, তৃণমূল পর্যায়ে এই আইনের প্রচারণা করা, পাঠ্যক্রমে এই আইন সম্পর্কে ধারণা দেওয়া ইত্যাদি প্রস্তাব করা হয়।
কর্মশালার শেষ অংশে বক্তব্য রাখেন পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম। তিনি বলেন, ‘এই কর্মশালা কেবল একটি আলোচনা নয়, বরং একটি সামাজিক পরিবর্তনের সূচনা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো।’