# মিলাদ হোসেন অপু :-
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ভৈরব উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ ৬ মে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে মাস ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে এই প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী, ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব, ডকুমেন্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মাসুদ রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল রহমান ও সমবায় অফিসার রুবাইয়া বেগম প্রমুখ।
উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাঁদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই এই বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।