# মিলাদ হোসেন অপু :-
ভৈরবের আল আমিন কেমিক্যাল ওয়ার্কস কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৬ মে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় পৌর শহরের জগন্নাথপুর তাঁতারকান্দি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিস ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি ইউনিটসহ ৩টি ইউনিট। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, রাত সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, কয়েল ফ্যাক্টরিটি সব দিক দিয়ে ঠিক থাকলেও অগ্নিকাণ্ড নিভানোর কোন সুব্যবস্থা নেই। ভৈরবে একাধিক কয়েল ফ্যাক্টরিসহ বেশ কয়েকটি বিভিন্ন কারখানা রয়েছে। আমরা বিভিন্ন সময় গণসংযোগ করে কারখানা মালিকদের সতর্ক করে থাকি। কিন্তু তাদের অচেতনতায় বারবার অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভৈরবে একই কারণে দু’দিন পর পর কয়েল ফ্যাক্টরিগুলোতে আগুন লাগে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই আগুন সূত্রপাত কয়েল তৈরির ড্রায়ার মেশিন অতিরিক্ত গরম হওয়ার ফলে হয়েছে। ফ্যাক্টরিতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল।
কয়েল ফ্যাক্টরীর ড্রায়ার ম্যানেজার আবদুস সামাদ বলেন, রাত সাড়ে ৩টায় অটো ড্রায়ার মেশিনের অতিরিক্ত হিটে আগুনের সূত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিস আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েলসহ ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।