• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

‘আজকের দিবস জানি না ছুডি নিলে খায়াম কী’

মে দিবসেও কৃষি শ্রমিকরা বোরো ধান কেটে মালিকের বাড়ি নিয়ে যাচ্ছেন -পূর্বকণ্ঠ

‘আজকের দিবস জানি না
ছুডি নিলে খায়াম কী’

# নিজস্ব প্রতিবেদক :-
পহেলা মে ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস ‘মহান মে দিবস’। এদিন সরকারি ছুটি ভোগ করেন প্রাতিষ্ঠানিক শ্রমিক থেকে শুরু করে সরকারি-বেসরকারি নানা শ্রেণির কর্মজীবীরা। কিন্তু দিনমজুর বা অপ্রাতিষ্ঠানিক কর্মজীবীদের অনেকেই মে দিবসের খবর রাখেন না। ছুটিও ভোগ করতে পারেন না।
মে দিবসের দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল ফসলি এলাকায় গিয়ে কথা হয় ধান কাটার কাজে ব্যস্ত কয়েকজন কৃষি শ্রমিকের সাথে। তাঁরা বললেন, ‘আজকে কী দিবস জানি না’। মে দিবসের কথা বলতেই কয়েকজন বললেন, এমন একটি দিবসের কথা শুনেছেন। তবে ছুটির বিষয়টি জানেন না। মে দিবসের ছুটির কথা বলতেই তাঁদের সরল উত্তর, ‘আমরার কোন ছুডি নাই। ছুডি নিলে খায়াম (খাবো) কী’।
গাগলাইল এলাকায় গিয়ে দেখা গেছে, ফসলি মাঠে বেশ কিছু কৃষি শ্রমিক বোরো ধান কাটছেন। এরপর সেগুলি বোঝা বেঁধে মাথায় করে জমির মালিকের বাড়ি পৌঁছে দিচ্ছেন। এসময় কথা হয় কৃষি শ্রমিক শওকত আলী, ইদ্রিছ আলী, মাসুদ মিয়া, দীন ইসলাম ও আইয়ুব আলীর সাথে। তাঁরা ১২শ’ টাকা দৈনিক মজুরিতে মিলন মিয়া নামে এক ব্যক্তির জমির ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাঁদেরকে ওইদিন কী দিবস ছিল জিজ্ঞাসা করতেই সবাই বললেন, তাঁরা এ ব্যাপারে কিছু জানেন না। তখন মে দিবসের কথা বলতেই কৃষক আইয়ুব আলী ছাড়া বাকি চারজন বললেন, এমন একটি দিবসের কথা শুনেছেন। তবে এ সম্পর্কে কিছু জানেন না। ছুটির কথাও জানেন না। তাঁরা বললেন, সামনে কাজ থাকলেই কাজ করতে হয়। ছুটি নিলে খাবেন কী, পরিবার চলবে কী করে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *