• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

ভৈরবে স্ত্রীর স্বীকৃতি পেতে দুইদিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে স্ত্রীর স্বীকৃতি পেতে দুইদিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা। ১ মে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনাটি ঘটেছে পৌর শহরের জগন্নাথপুর বেনী বাজার সংলগ্ন বাঙ্গি বাড়ি এলাকায়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী। এ নিউজ লেখা পর্যন্ত প্রেমিকা প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন।
প্রেমিক ইটালি প্রবাসী ফয়সাল আলম (৩০) জগন্নাথপুর বাঙ্গি বাড়ির গোলাম মোস্তফা মিয়ার ছেলে। ভুক্তভোগী প্রেমিকা একই এলাকার মধ্য পাড়ার শামসু মিয়ার মেয়ে মিতা বেগম (৩০)।
জানা যায়, চাকরির সুবাদে মিতা বেগম ঢাকায় থাকেন। ৬ বছর আগে ফেসবুকের মাধ্যমে ফয়সাল আলম ও মিতা বেগম একে অপরের সাথে পরিচয়। একই এলাকার হওয়ায় তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। দুই বছর আগে তাদের প্রথম দেখা হয়। তখন থেকে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রবাসে চলে যাওয়ার ২ দিন আগে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে তারা পরিবারকে না জানিয়ে হুজুর দিয়ে বিয়ে করে । কিন্তু তখন কোন রেজিস্ট্রি হয়নি। ফয়সাল আলম ছিল ইতালি প্রবাসী। বিয়ের পর পরই সে আবার ইতালিতে চলে যায়। যাওয়ার কয়েক মাস পর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আবার দেশে আসে এবং ঢাকায় একটি বাসা নেয়। যেখানে দুইজন একসাথে দাম্পত্য জীবন শুরু করে। মিতা গর্ভবতী হলে বিয়ের রেজিস্ট্রির জন্য বার বার চাপ দিলে ফয়সাল মিতাকে বিভিন্ন কথা বলে তালবাহানা করতে থাকে। পরে আবারো ফয়সাল ইটালিতে চলে যায়। পরে ফয়সাল আলম গোপনে চলতি মাসে দেশে এসে চলে গেলে সেইসাথে মিতা বেগমের সাথে কোন রকম যোগাযোগ না রাখায় ১ মে ফয়সাল আলমের বাড়িতে স্ত্রীর স্বীকৃতি পেতে সকাল ৯টা থেকে অবস্থান নেন।
১ মে বৃহস্পতিবার রাত ১০ টায় সরেজমিনে জগন্নাথপুর এলাকায় গিয়ে গোলাম মোস্তফা মিয়ার বাড়ির পাঁচতলা ভবনের সামনে মিতা বেগমকে বসে থাকতে দেখা যায়। এসময় এ প্রতিনিধির সাথে কথা হলে তিনি বলেন, একটা মেয়ে কতটা নিরুপায় হলে তার স্ত্রীর অধিকার পেতে শ্বশুর বাড়িতে অবস্থান করে সেটা ভুক্তভোগী নারীরা ছাড়া বুঝবে না। ভৈরবে আমার বাড়ি হলেও আমি থাকি ঢাকায়। সেখান থেকে আমার এভাবে চলে আসা ছাড়া কোনো উপায় ছিল না। ফয়সালের সাথে ৬ বছরের সম্পর্কের মধ্যে দুই বছর আগে হুজুর দিয়ে মৌখিকভাবে বিয়ে করে। ফয়সাল ইটালী প্রবাসী। আমাকে ইটালি নিয়ে যাবে বলে পাসপোর্ট করিয়ে সেই পাসপোর্টসহ প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সাথে করে নিয়ে যায়। হঠাৎ আমার সাথে ফয়সাল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এক বছর আগে আমি গর্ভবতী হলে ফয়সাল আলমের পরিবারের মারধরে কয়েক মাসের মধ্যে আমার বাচ্চাও নষ্ট হয়ে যায়। তখন ফয়সাল আমাকে স্ত্রীর স্বীকৃতি দিবে বলে আমি চুপ থাকি। কিন্তু হঠাৎ ফয়সাল আমার সাথে তালবাহানা শুরু করে। ও যদি আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে আমি আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।
তিনি আরো বলেন, ফয়সালের পরিবারের কাছে স্ত্রীর অধিকার পেতে আসলে তার পরিবারের সদস্যরা মারধর করে। ১ মে আমি সকালে তাদের বাড়িতে আসলে তারা আমাকে মারধর করে মোবাইল রেখে দেয়। খবর পেয়ে পুলিশ এসে আমার মোবাইল উদ্ধার করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *