# নিজস্ব প্রতিবেদক :-
কৃষক ক্ষেতমজুন সংগ্রাম পরিষদ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৯ এপ্রিল মঙ্গলবার বিকালে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কৃষক সমিতির সভাপতি রবীন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত দাস, কৃষক সমিতির সদস্য ইসহাক আলী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নেতা ইমাম হোসেন খোকন, কৃষক ফোরামের সদস্য আজহারুল ইসলাম আজাদ প্রমুখ। সঞ্চালনা করেন ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক সুশান্ত দেবনাথ খোকন।
বক্তাগণ প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ৫০ লাখ টন ধান ক্রয়, ভূমিহীন ও প্রকৃত কৃষকদের মাঝে কৃষি কার্ড প্রদান, সকল ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করা, সিন্ডিকেট ভেঙে কৃষক সমবায় বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, পল্লী রেশনিং ও শস্য বীমা চালু করা, ময়মনসিংহে পর্যাপ্ত সংখ্যক হিমাগার নির্মাণসহ সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন।