# নিজস্ব প্রতিবেদক :-
তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ছিল গত ১৫ জানুয়ারি। সম্মেলনে বর্তমান কমিটির আহবায়ক সাঈদুজ্জামান মোস্তফা ও যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন লিটন সভাপতি প্রর্থী ছিলেন। সম্মেলকে কেন্দ্র করে ১২ জানুয়ারি মোস্তফা গ্রুপের নেতা রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাছান রতন (৫৮) লিটন গ্রুপের হাতে খুন হন। এর ফলে জেলা কমিটি সম্মেলন স্থগিত করে দিয়েছিল। সাড়ে তিন মাস পর আজ বুধবার সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপজেলা সদরের কাছেমুল উলুম কওমি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে সম্মেলন। এবারও মোস্তফা ও লিটন সভাপতি প্রার্থী। ফলে সম্মেলনকে কেন্দ্র করে এখনও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।
কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল। উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। প্রধান বক্তা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আব্দুল ওয়াহাব, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, যেহেতু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, ফলে স্বাভাবিকভাবেই কিছুটা উত্তেজনা রয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সম্মেলনের প্রথম পর্বের পর কেন্দ্রের সাথে আলোচনা করে চেষ্টা করা হবে কাউন্সিল ছাড়া আলোচনার মাধ্যমে একটি কমিটি করার। সম্ভব না হলে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, নিহত আবুল হাছান রতন অবিবাহিত ছিলেন। তাঁর ছোটভাই শিবলি মিয়ার স্ত্রী অজিফা খাতুন বাদী হয়ে ১৪ জানুয়ারি তাড়াইল থানায় ১৩ জনের নামে ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এ মামলায় পাঁচজন গ্রেপ্তার হয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।