• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

রইছ উদ্দিনের হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা

# মিলাদ হোসেন অপু :-
সারা বাংলাদেশে পুলিশের কোন জানাজায় অংশ না নিতে ভৈরবে সর্বস্তরের সুন্নী জনতার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় একথা বলেন বক্তারা। বক্তারা আরো বলেন, মাওলানা রইছ উদ্দিনের হত্যার সাথে জড়িত খুনীদের দ্রুত আইনের আওতায় না আনলে মহাসড়ক অবরোধসহ গাজীপুর থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় চত্বরে সুন্নী জামায়াতের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব এ আই এম মাহবুব উল্লাহ আল কাদেরী।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি আলহাজ্ব মাসউদ আলম, হাজী মুহাম্মদ রুবেল হোসেন, মাওলানা মেশকাত রেজা, মাওলানা মোবাশ্বের হেসাইন, হাফেজ মাওলানা ওমর ফারুক কাদেরী, মাওলানা আলহাজ্ব আবু হানিফ বাদল, মাওলানা মুহাম্মদ বিল্লাল হোসেন মোজাহেদী, খন্দকার মুহাম্মদ অলিউল্লাহ্ কাদেরী, মাওলানা মুহাম্মদ মেশকাত রেজা কাদেরী, মাওলানা মুহাম্মদ সালাহ্ উদ্দিন কাদেরী, মাওলানা মুহাম্মদ মাহফুজ রেজা কাদেরী, মাওলানা আমির হেসেন রায়পুরী, মাওলানা হাসান বিল্লাহ্, মাওলানা রহমতুল্লাহ কামাল, মাওলানা আবু তালহা, মাওলানা বাহার উদ্দিন আশরাফী, মাওলানা আব্দুল হাকিম দ্বীন ইসলাম, মাওলানা মনির মোল্লা, মাওলানা মুহাম্মদ রাসেল আত্তারী, মাওলানা মুহাম্মদ সাইফুল আমিন সালেহী, মাওলানা রহমতুল্লাহ সালেহী, মাওলানা তমিজউদ্দিন ফায়সালাবাদী, মাওলানা মুফতি ফজলুল হক
ও লিমন আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় ভৈরবসহ আশপাশের জেলা উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৬ এপ্রিল ঢাকার ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এর প্রোগ্রাম থেকে ফেরার পথে গাজীপুর মব সৃষ্টি করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নিবেদিত কর্মী মাওলানা রইছ উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদেশ থেকে সুন্নী জামায়াতকে বিতারিত করতে একটি কুচুক্রিমহল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ২৬ এপ্রিল সুন্নী জামায়াতের ২৫ লক্ষ সৈনিকরা ঢাকায় উপস্থিত হয়েছিল। যা সুন্নী জামায়াতের সংখ্যা অনুযায়ী ২ থেকে ৫%। সারা বাংলাদেশে সুন্নী জামায়াতের প্রেমিরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কুচুক্রিরা এদেশ থেকে পালাতে বাধ্য হবে। সুন্নী শান্তিপ্রিয় দল। দোষীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে কিশোরগঞ্জ থেকে সুন্নী জামায়াত নেতারা ঢাকার গাজীপুর গিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হবে। এ সময় সকল সুন্নী নেতাকর্মীরা ও সুন্নী জামায়াতে অংশ নেয়া সকল মুসুল্লীগণ একাত্মতা প্রকাশ করেন।
আলোচনা শেষে সুন্নী জামায়াতের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক বেশ কিছুক্ষণ সময় অবরোধ করে রাখেন। এ সময় তারা রইছ উদ্দিন হত্যার বিচারের দাবী জানিয়ে শ্লোগান দিয়ে আগামীদিন মহাসড়ক অবরোধ করার ঘোষণা করে মহাসড়ক ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *